ব্রিকস ব্যাংকে যোগ দিতে চায় হন্ডুরাস; প্রেসিডেন্ট যাওমারা ক্যাস্ত্রোর ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i124240-ব্রিকস_ব্যাংকে_যোগ_দিতে_চায়_হন্ডুরাস_প্রেসিডেন্ট_যাওমারা_ক্যাস্ত্রোর_ঘোষণা
ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এনডিবিতে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে হন্ডুরাস। আজ (শনিবার) হন্ডুরাসের প্রেসিডেন্ট যাওমারা ক্যাস্ত্রোর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১০, ২০২৩ ১৮:৫০ Asia/Dhaka
  • ব্রিকস ব্যাংকে যোগ দিতে চায় হন্ডুরাস; প্রেসিডেন্ট যাওমারা ক্যাস্ত্রোর ঘোষণা

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এনডিবিতে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে হন্ডুরাস। আজ (শনিবার) হন্ডুরাসের প্রেসিডেন্ট যাওমারা ক্যাস্ত্রোর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

ক্যাস্ত্রো ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সাথে বৈঠক করে তার দেশের আগ্রহের কথা জানান। দিলমা রৌসেফ ৬ দিনের সরকারি সফরে চীন রয়েছেন। ব্রিকসের সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোসহ ব্রিকসের সদস্য দেশগুলোর অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়নে অর্থায়নের লক্ষ্য নিয়ে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল- ব্রিকসভুক্ত দেশগুলোর মার্কিন ডলার এবং ইউরোর ওপর নির্ভরশীলতা কমানো। এরইমধ্যে এই ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে এবং মিশর। এ পর্যন্ত পাঁচ প্রতিষ্ঠাতা সদস্য দেশকে এনডিবি ৯৬টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৩,৩০০ কোটি ডলার ঋণ দিয়েছে।#

পার্সটুডে/এ্সআইবি/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।