‘পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, পুতিন এটা করতে পারেন’
https://parstoday.ir/bn/news/world-i124646-পরমাণু_অস্ত্র_ব্যবহারের_হুমকি_বাস্তব_পুতিন_এটা_করতে_পারেন’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, বেলারুশ সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করার পর এখন বাস্তব হুমকি সৃষ্টি হয়েছে যে, মস্কো এই কৌশলগত অস্ত্র ব্যবহার করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka
  • বাইডেন
    বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, বেলারুশ সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করার পর এখন বাস্তব হুমকি সৃষ্টি হয়েছে যে, মস্কো এই কৌশলগত অস্ত্র ব্যবহার করবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ার পর এই উদ্বেগ প্রকাশ করলেন জো বাইডেন।

গতকাল (সোমবার) ক্যালিফোর্নিয়ার একটি দাতা গোষ্ঠীর সঙ্গে আলাপের সময় বাইডেন বলেন, রাশিয়ার পক্ষ থেকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করার মধ্য দিয়ে এই লক্ষণ ফুটে উঠছে যে, রাশিয়া সম্ভবত ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন যে, তিনি এখনই রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা দেখছেন না।

কিন্তু এর মাত্র কয়েকদিন পরই স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।প্রেসিডেন্ট বলেন, "দুই বছর আগে আমি এখানে কলোরাডো নদী শুকিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলাম, তখন সবাই আমার দিকে ভিন্ন চোখে তাকিয়ে ছিলেন। এখন যখন আমি বলছি যে, পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন তখনও আমার দিকে ভিন্নভাবে তাকানো হচ্ছে।

কিন্তু এই হুমকি বাস্তব।"গত মাসে মস্কো এবং মিনস্ক বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করার বিষয়ে চুক্তি চূড়ান্ত করে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রাশিয়ার ইস্কান্দার-এম মিসাইল এবং পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা বিমানে মোতায়েন করা হবে এসব ওয়ারহেড।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।