ইউক্রেনে যুদ্ধাস্ত্র পাঠালে কেবল উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়বে: ইরান
https://parstoday.ir/bn/news/world-i124822-ইউক্রেনে_যুদ্ধাস্ত্র_পাঠালে_কেবল_উত্তেজনা_ও_অস্থিতিশীলতা_বাড়বে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউক্রেনে যুদ্ধরত পক্ষগুলোর কাছে সমরাস্ত্র পাঠালে কেবল উত্তেজনা বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের সঙ্গে এক টেলিফোনালাপে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে এ বক্তব্য দেন আব্দুল্লাহিয়ান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ২৬, ২০২৩ ১৬:০২ Asia/Dhaka
  • ইউক্রেনে যুদ্ধাস্ত্র পাঠালে কেবল উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়বে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউক্রেনে যুদ্ধরত পক্ষগুলোর কাছে সমরাস্ত্র পাঠালে কেবল উত্তেজনা বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের সঙ্গে এক টেলিফোনালাপে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে এ বক্তব্য দেন আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধের বিরোধী এবং চলমান সংকটের রাজনৈতিক সমাধানের প্রস্তাব দিয়েছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে ড্রোনসহ অন্যান্য যুদ্ধাস্ত্র সরবরাহ করার জন্য ইরানকে অভিযুক্ত করছে। পাশ্চাত্য এমন সময় ইউক্রেন যুদ্ধের একটি পক্ষকে অস্ত্র দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করছে যখন তারা নিজেরা ঘোষণা দিয়ে ওই যুদ্ধের অন্য পক্ষ অর্থাৎ ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলার মূল্যের সমরাস্ত্র সরবরাহ করেছে।

গত শুক্রবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে যে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে। 

রোববারের টেলিফোনালাপে ইরান ও ডেনমার্কের  পরররাষ্ট্রমন্ত্রী তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ওপরও গুরুত্ব আরোপ করেন। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তেহরান ও কোপেনহেগেনের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাকে ‘মূল্যবান সম্পদ’ হিসেবে কাজে লাগানো উচিত।  এ সময় ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/ জিএআর/ ২৬