আমেরিকার ক্লাস্টার বোমা এখন ইউক্রেনে; কী করবে রাশিয়া?
https://parstoday.ir/bn/news/world-i125520-আমেরিকার_ক্লাস্টার_বোমা_এখন_ইউক্রেনে_কী_করবে_রাশিয়া
আমেরিকার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিম্‌স জানিয়েছেন, তার দেশ থেকে ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানো হয়েছে এবং সেগুলো এরইমধ্যে ইউক্রেনের ভেতরে পৌঁছেছে। ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করা হবে বলে আমেরিকার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়ার এক সপ্তাহের মধ্যেই তা ইউক্রেনের মাটিতে পৌঁছালো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৪, ২০২৩ ১৪:৫৮ Asia/Dhaka
  • আমেরিকার ক্লাস্টার বোমা এখন ইউক্রেনে; কী করবে রাশিয়া?

আমেরিকার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিম্‌স জানিয়েছেন, তার দেশ থেকে ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানো হয়েছে এবং সেগুলো এরইমধ্যে ইউক্রেনের ভেতরে পৌঁছেছে। ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করা হবে বলে আমেরিকার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়ার এক সপ্তাহের মধ্যেই তা ইউক্রেনের মাটিতে পৌঁছালো।

জেনারেল ডগলাস গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিকদের কাছে এই খবর নিশ্চিত করেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান ধীরগতিতে এগুচ্ছে কেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা খুবই কঠিন যুদ্ধ, এটি কঠিন ভূখণ্ডে চলছে, ইউক্রেন ভীষণ চাপের মুখে রয়েছে। আপনারা যখন এসব বিষয় বিবেচনা করবেন তখন দেখবেন এই যুদ্ধ ভালোভাবেই এগুচ্ছে।”

গত ৭ জুলাই আমেরিকা ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করা হবে বলে ঘোষণা করে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আমেরিকা নতুন করে যে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে তার আওতায় এই ক্লাসটার বোমা দেয়া হলো। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে কমান্ডার ওলেক্সান্ডার তারনাভস্কি ক্লাস্টার বোমা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা মাত্র ক্লাসটার বোমা হাতে পেলাম। আমরা এখনো তা ব্যবহার করিনি তবে এগুলো যুদ্ধ ময়দানের পরিস্থিতি ব্যাপকভাবে পাল্টে দেবে। শত্রুরাও বিষয়টি জানে এবং আমাদের কিছু সুবিধা থাকবে।”

সেনা কমান্ডার ওলেক্সান্ডার তারনাভস্কি মার্কিন গণমাধ্যম সিএনএন-কে বলেন, “ক্লাস্টার বোমা হাতে পাওয়ার পরে আমরা এখন সুবিধাজনক অবস্থানে থাকব, বিষয়টি শত্রুরাও জানে। তবে এই বোমা ইউক্রেনের সেনারা ঘনবসতিপূর্ণ এলাকায় মোতায়েন করবে না।”

ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করার ব্যাপারে রাশিয়া অঙ্গিকার করে বলেছে, যদি আমেরিকা এই বোমা ইউক্রেনকে সরবরাহ করে তাহলে রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে একই অস্ত্র ব্যবহার করবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৪