ক্রিমিয়ার ওপর বিশাল ড্রোন বহরের হামলা প্রতিহত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i125674-ক্রিমিয়ার_ওপর_বিশাল_ড্রোন_বহরের_হামলা_প্রতিহত_করল_রাশিয়া
রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের পক্ষ থেকে চালানো বিশাল ড্রোন বহরের হামলা প্রতিহত করেছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) সকালে এ তথ্য দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৮, ২০২৩ ১৩:৩০ Asia/Dhaka
  • ক্রিমিয়া
    ক্রিমিয়া

রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের পক্ষ থেকে চালানো বিশাল ড্রোন বহরের হামলা প্রতিহত করেছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) সকালে এ তথ্য দিয়েছে।

রুশ মন্ত্রণালয় বলেছে, এই হামলায় ২৮টি ড্রোন একসাথে অংশ নেয় তবে ড্রোনগুলোকে গুলি করে অথবা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ১৮টি এবং এগারোটি ড্রোনকে ইলেকট্রনিক ওয়েলফেয়ারের মাধ্যমে বাধা দেয়া হয়েছে। এসব ড্রোনের একটিও লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারেনি। ফলে রাশিয়ার পক্ষে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।

ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেনের সন্ত্রাসী হামলার একদিন পর এই ড্রোন হামলার চেষ্টা চালানো হলো। ক্রিমিয়া ব্রিজের ওপর গতকালের হামলায় দুজন বেসামরিক নাগরিক এবং একটি শিশু নিহত হয়।

মস্কো অভিযোগ করেছে, ক্রিমিয়া ব্রিজের ওপর হামলায় ইউক্রেনের নৌ বাহিনীর ড্রোন ব্যবহার করা হয়। হামলায় ক্রিমিয়া ব্রিজের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।