ইউক্রেন থেকে পশ্চিমা অস্ত্র চুরি হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i125850
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ইউক্রেন থেকে পশ্চিমা কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম চুরি হয়ে গেছে। এ সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালানি, অপরাধী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধাদের হাতে পড়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২২, ২০২৩ ১২:৫৭ Asia/Dhaka
  • ইউক্রেন থেকে পশ্চিমা অস্ত্র চুরি হয়েছে

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ইউক্রেন থেকে পশ্চিমা কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম চুরি হয়ে গেছে। এ সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালানি, অপরাধী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধাদের হাতে পড়েছে।

পেন্টাগনের এই রিপোর্ট বৃহস্পতিবার আমেরিকার কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম ভুল হাতে পড়েছে।

গত জুন মাসে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র একটি স্বেচ্ছাসেবী যোদ্ধা দলের মধ্যে ঢুকে পড়ে এবং তারা গ্রেনেড লাঞ্চার, মেশিনগান এবং এক হাজারের বেশি গোলাবারুদ-সহ বিভিন্ন ধরনের অস্ত্র চুরি করে। দাবি করা হচ্ছে, এই দলের নেতৃত্বে একজন রুশ কর্মকর্তা রয়েছেন।

মিলিটারি ডট কম নামে একটি ওয়েবসাইট বলেছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্যে ওই গ্রুপ এসব অস্ত্র চুরি করেছে।

এর আগে ইউক্রেনের একটি অপরাধী চক্র ১৭ হাজার ডলার মূল্যের বুলেটপ্রুফ জ্যাকেট চুরি করেছে যা ইউক্রেনকে তার মিত্ররা দিয়েছিল। এছাড়া, ২০২২ সালের আগস্ট মাসে একটি স্বেচ্ছাসেবী ব্যাটালিয়ান ৬০টি রাইফেল এবং প্রায় এক হাজার গোলাবারুদ চুরি করে এবং তা কালোবাজারে বিক্রি করে দেয়।#

পার্সটুডে/এসআই/জিএআর/২২