ইরানের সঙ্গে বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় তুরস্ক: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i126128-ইরানের_সঙ্গে_বাণিজ্য_৩০_বিলিয়ন_ডলারে_উন্নীত_করতে_চায়_তুরস্ক_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের সঙ্গে তার দেশের বার্ষিক বাণিজ্যিক লেনদেন ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করার গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এর আগে দু’দেশ ৩০ বিলিয়ন ডলার বাণিজ্যের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা বাস্তবায়ন করতে হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৯, ২০২৩ ০৯:৩০ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় তুরস্ক: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের সঙ্গে তার দেশের বার্ষিক বাণিজ্যিক লেনদেন ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করার গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এর আগে দু’দেশ ৩০ বিলিয়ন ডলার বাণিজ্যের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা বাস্তবায়ন করতে হবে।

আঙ্কারায় নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ হাসান হাবিবুল্লাহজাদেহ গতকাল তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এরদোগান বলেন, ইরান ও তুরস্ক তাদের সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন বহুগুণে বাড়াতে পারে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ ও ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা দরকার। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার দেশের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অচিরেই প্রেসিডেন্ট রায়িসির জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে তেহরান সফরে যাবেন।

সাক্ষাতে ইরানি রাষ্ট্রদূত তুরস্কের সঙ্গে সকল ক্ষেত্রে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে করেন।তিনি বলেন, সম্প্রতি ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননা নিয়ে ইরান ও তুরস্ক অভিন্ন নীতি গ্রহণ করছে।

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৯