আফ্রিকার প্রস্তাব ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করছেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i126138-আফ্রিকার_প্রস্তাব_সতর্কতার_সঙ্গে_পর্যালোচনা’_করছেন_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে আফ্রিকার কয়েকজন নেতা যে বিস্তারিত শান্তি প্রস্তাবনা উত্থাপন করেছেন তা ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করছে তার সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০২৩ ১২:১৫ Asia/Dhaka
  • আফ্রিকার প্রস্তাব ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে আফ্রিকার কয়েকজন নেতা যে বিস্তারিত শান্তি প্রস্তাবনা উত্থাপন করেছেন তা ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করছে তার সরকার।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে শুক্রবার পুতিন বলেন, রাশিয়া আফ্রিকার সরকারগুলোর প্রস্তাবকে সম্মান করে এবং তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখেছে।  

তিনি বলেন, এর আগের মধ্যস্থতার প্রস্তাবগুলো কথিত গণতান্ত্রিক দেশগুলো তাদের একচেটিয়া স্বার্থ চরিতার্থ করার জন্য দিয়েছিল। আর এখন ইউক্রেন সংকটের সমাধান করতে আফ্রিকা তাদের গুরুত্বের বাইরের একটি বিষয় নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে।      

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার একটি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে যখন বিশ্ববাজারে খাদ্যশস্যের ঘাটতি পড়ার আশঙ্কা দেখা দিয়েছে তখন রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  

আফ্রিকার নেতারা তাদের দেশগুলোতে খাদ্যশস্যের ঘাটতি দেখা দিতে পারে ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ কারণে, কয়েকজন আফ্রিকান শীর্ষ নেতার সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিল ইউক্রেন সফর শেষে রাশিয়ায় পৌঁছেছে।  তবে আফ্রিকার নেতাদের শান্তি প্রস্তাব কিয়েভ পত্রপাঠ প্রত্যখ্যান করেছে। ইউক্রেন সরকার বলেছে, দেশটির দখলীকৃত এলাকাগুলো থেকে রুশ সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো শান্তি প্রস্তাব মেনে নেয়া হবে না।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৯