তুরস্কে সুইস কন্সুলেটে বন্দুক হামলা, একজন তুর্কি কর্মী আহত
https://parstoday.ir/bn/news/world-i126312-তুরস্কে_সুইস_কন্সুলেটে_বন্দুক_হামলা_একজন_তুর্কি_কর্মী_আহত
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে সুইডেনের কন্সুলেটে বন্দুক হামলায় একজন তুর্কি কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০২, ২০২৩ ১৩:৫১ Asia/Dhaka
  • তুরস্কে সুইস কন্সুলেটে বন্দুক হামলা, একজন তুর্কি কর্মী আহত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে সুইডেনের কন্সুলেটে বন্দুক হামলায় একজন তুর্কি কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয় গভর্নরের অফিস জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বেলা পৌনে একটার দিকে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ইজমির প্রদেশে সুইডেনের অনারারি কন্সুলেটে গুলি চালায়। এতে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কন্সুলেট ভবনের সামনে এই হামলা হয়। হামলায় আহত তুর্কি নারী কর্মী ডিপ্লোম্যাটিক অফিসের সেক্রেটারি হিসেবে কাজ করতেন।

স্থানীয় গভর্নরের অফিস আরো জানিয়েছে, বন্দুক হামলার সাথে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলাকারী নিজেও তুর্কি বংশোদ্ভূত নাগরিক।

কেন এই ব্যক্তি সুইডিশ কন্সুলেটে হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয় তবে হামলাকারীর উদ্দেশ্য জানার জন্য তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুইডেনে কয়েক দফা পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এর জের ধরে সুইডিশ কন্সুলেটে বন্দুক হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, সরকার আইনগতভাবে কুরআন পোড়ানোর মতো ঘটনা ঠেকানোর জন্য উপায় খুঁজছে। তিনি বলেন, সুইডেনের আইন অনুসারে কুরআন পোড়ানো বেআইনি নয়, তবে সঠিকও নয়।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।