পাকিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধের দায়িত্ব আমাদের নয়: তালেবান
https://parstoday.ir/bn/news/world-i126638-পাকিস্তানে_সন্ত্রাসী_হামলা_বন্ধের_দায়িত্ব_আমাদের_নয়_তালেবান
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোকে ‘হারাম’ ফতোয়া দিয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার ওই ফতোয়াকে ‘প্রকাশ্যে ঘোষণা করারও’ দাবি জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১০, ২০২৩ ১১:১২ Asia/Dhaka
  • পাকিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধের দায়িত্ব আমাদের নয়: তালেবান

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোকে ‘হারাম’ ফতোয়া দিয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার ওই ফতোয়াকে ‘প্রকাশ্যে ঘোষণা করারও’ দাবি জানিয়েছে।

অন্যদিকে তালেবান সরকার বলেছে, পাকিস্তানে হামলা প্রতিহত করার দায়িত্ব কাবুলের নয় এবং ইসলামাবাদ যেন অভিযোগ উত্থাপনের খেলা বন্ধ করে নিজের সমস্যার সমাধান নিজে করার চেষ্টা করে।

পাকিস্তান সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছে, ইসলামাবাদ তালেবান নেতার একটি ফতোয়াকে প্রকাশ্যে ঘোষণা করার দাবি জানাচ্ছে যেখানে মোল্লা আখুন্দজাদে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির তৎপরতাকে ‘অনৈসলামিক’ বলে ঘোষণা করেছেন।

পাকিস্তান দাবি করছে, গতমাসে আফগানিস্তান সফরকারী একটি পাকিস্তানি প্রতিনিধিদলকে কাবুল জানিয়েছে, তালেবান নেতা পাকিস্তানে হামলা চালানোকে ‘হারাম’ ঘোষণা করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন। তবে নির্বাহী আদেশটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। পাকিস্তান সরকার দাবি করছে, আদেশটি প্রকাশ্যে ঘোষণা না করা পর্যন্ত কোনো ফল পাওয়া যাবে না।

তবে তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বুধবার এক বিবৃতিতে ইসলামাবাদের সমালোচনা করে বলেছেন, তালেবান সরকার আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা চালানোর অনুমতি দেয় না। পাকিস্তান নিজের সমস্যার জন্য অপরকে দায়ী করে বাস্তবতা আড়াল করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

মুজাহিদ বলেন, আফগান সরকার সম্প্রতি উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের ১৮ সদস্যকে আটক করেছে যাদের সবাই পাকিস্তানি নাগরিক। কিন্তু তা সত্ত্বেও কাবুল এ ঘটনার জন্য ইসলামবাদকে দায়ী না করে বরং নিজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

তালেবান মুখপাত্র বলেন, পাকিস্তানের মাটিতে হামলা বন্ধ করার দায়িত্ব আমাদের নয় বরং ইসলামাবাদ এ কাজে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ দেয় যা সঠিক খাতে খরচ করা উচিত।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।