আবুজা বৈঠকের পর জানালেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট টিনুবু
নাইজারে সামরিক হস্তক্ষেপ করতে সম্মত হলো ইকোওয়াস
পশ্চিম আফ্রিকার ইউরেনিয়াম-সমৃদ্ধ দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদেরকে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আঞ্চলিক জোট ইকোওয়াস। জোটের শীর্ষ নেতারা নাইজারে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ করার জন্য একটি আঞ্চলিক সামরিক বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
ইকোওয়াসের পক্ষ থেকে গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই জোট এখনও শান্তিপূর্ণ উপায়ে নাইজারে গণতন্ত্র ফিরিয়ে আনতে আগ্রহী।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৃহস্পতিবার বৈঠক করেন ইকোওয়াসের শীর্ষ নেতারা। বৈঠক শেষে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেন, আমরা সব ধরনের বিকল্প হাতে রেখেছি। শেষ প্রচেষ্টা হিসেবে বলপ্রয়োগের সম্ভাবনাও হাতে রাখা হয়েছে। এখনও নাইজারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা শেষ হয়ে যায়নি বলেও তিনি মন্তব্য করেন।
গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থান ঘটিয়ে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে দেশটির ক্ষমতা গ্রহণ করেন অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টর প্রধান আবদুর রহমান তিয়ানি।
ইকোওয়াসভুক্ত দেশগুলো হচ্ছে, নাইজেরিয়া, নাইজার, সেনেগাল, লাইবেরিয়া, বেনিন, বুর্কিনাফাসো, কাবো ভেরডে, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি বিসাউ, মালি, সিয়েরা লিওন ও টোগো।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।