তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করা বন্ধ করুন
https://parstoday.ir/bn/news/world-i126950-তৃতীয়_দেশ_থেকে_রুশ_নাগরিকদের_আটক_করা_বন্ধ_করুন
আমেরিকায় নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আনাতলী অ্যান্টোনভ তৃতীয় দেশ থেকে রাশিয়ার নাগরিকদের আটক করা বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমেরিকার কারাগারে আটক বন্দীদের মুক্ত করার বিষয়টি মস্কোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৭, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka
  • তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করা বন্ধ করুন

আমেরিকায় নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আনাতলী অ্যান্টোনভ তৃতীয় দেশ থেকে রাশিয়ার নাগরিকদের আটক করা বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমেরিকার কারাগারে আটক বন্দীদের মুক্ত করার বিষয়টি মস্কোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

গতকাল (বুধবার) সামাজিক মাধ্যম টেলিগ্রাম পোস্টে অ্যান্টোনভ একথা বলেন।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং আমেরিকার মধ্যে মারাত্মক টানাপড়েন সৃষ্টি হয়েছে। তারপরেও দুই দেশ বন্দী বিনিময়ের ব্যাপারে একসঙ্গে কাজ করছে।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, “তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করার ব্যাপারে ওয়াশিংটন যে নীতি অনুসরণ করে আসছে রাশিয়া সবসময় তার বিরোধিতা করেছে। মস্কো দাবি করছে, এই চর্চা বন্ধ হওয়া উচিত কিন্তু আমেরিকা অন্য দেশের স্বার্থ উপেক্ষা করে নিজের আইন মতো চলতে চায়। আমরা কখনো এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হবো না।” এ সময় অ্যান্টোনভ বলেন, “রাশিয়ার কারাগারে বন্দি রুশ নাগরিকদের মুক্ত করা মস্কোর কাছে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। আমরা আটক এ সমস্ত ব্যক্তিকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য লড়াই করব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটাবো।”#
পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।