ইউক্রেনে প্রথম এফ-১৬ যুদ্ধবিমান; ডেনমার্কে শুরু হয়েছে পাইলটদের প্রশিক্ষণ
https://parstoday.ir/bn/news/world-i127180-ইউক্রেনে_প্রথম_এফ_১৬_যুদ্ধবিমান_ডেনমার্কে_শুরু_হয়েছে_পাইলটদের_প্রশিক্ষণ
আমেরিকায় তৈরি প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। নেদারল্যান্ডের দেয়া এই যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৩, ২০২৩ ০৯:৫৬ Asia/Dhaka
  • ইউক্রেনে প্রথম এফ-১৬ যুদ্ধবিমান; ডেনমার্কে শুরু হয়েছে পাইলটদের প্রশিক্ষণ

আমেরিকায় তৈরি প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। নেদারল্যান্ডের দেয়া এই যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে গত রোববার নেদারল্যান্ড ও ডেনমার্ক কিয়েভকে যুদ্ধবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর আগে দেশ দুটির এই সিদ্ধান্ত অনুমোদন করে মার্কিন সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) গতকাল (মঙ্গলবার) এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নেদারল্যান্ড থেকে প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে।

এদিকে, ডেনমার্কের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেয়া শুরু করেছে ডেনমার্ক।

এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী বলেছে, স্কাইস্ত্রোপে ডেনমার্কের সামরিক বিমানঘাঁটিতে আটজন ইউক্রেনীয় পাইলটকে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। তাদের সঙ্গে আরও ৬৫ জন সেনা এসেছেন। তাদেরকে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশিক্ষণ দেয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্রিসও ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার কথা জানিয়েছে।

ইউক্রেনের হাতে এই মুহূর্তে সোভিয়েত আমলের কয়েকটি যুদ্ধবিমান আছে। রাশিয়াকে মোকাবিলা করার জন্য সেগুলো যথেষ্ট নয়। তাই যুদ্ধের শুরু থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিল কিয়েভ।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।