আমেরিকায় বন্দুক সহিংসতা: ক্যালিফোর্নিয়ায় ৪ জন নিহত, আহত ৬
https://parstoday.ir/bn/news/world-i127238-আমেরিকায়_বন্দুক_সহিংসতা_ক্যালিফোর্নিয়ায়_৪_জন_নিহত_আহত_৬
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে বন্দুক সহিংসতায় চারজন নিহত এবং ছয় জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৪, ২০২৩ ১৭:৪৩ Asia/Dhaka
  • আমেরিকায় বন্দুক সহিংসতা: ক্যালিফোর্নিয়ায় ৪ জন নিহত, আহত ৬

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে বন্দুক সহিংসতায় চারজন নিহত এবং ছয় জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে,  গতকাল (বুধবার) সন্ধ্যায় অরেঞ্জ কাউন্টির ক্রুক্স কর্নার নামে একটি বার রেস্টুরেন্টের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।
মার্কিন গণমাধ্যমের খবর বলা হয়েছে, বন্দুকধারী হামলাকারী আইন প্রয়োগকারী সংস্থার একজন সাবেক সদস্য এবং পুলিশ তাকে ঘটনাস্থলেই হত্যা করেছে।
অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, যে চার ব্যক্তি মারা গেছে তার মধ্যে বন্দুক হামলাকারীও রয়েছে।
কি কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে তা কাউন্টি কর্তৃপক্ষ না জানালেও অন্য কয়েকটি সূত্র বলছে, বন্দুক হামলাকারী তার সাবেক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়।
অরেঞ্জ কাউন্টির সুপারভাইজার ক্যাটরিনা ফোলি বলেন, বসতবাড়ির দ্বন্দ্ব এই রকমের বন্দুক সহিংসতায় রূপ নিয়েছে শুনতে খুবই বিব্রত করছি। কাণ্ডজ্ঞানহীন এ ধরনের সহিংসতা প্রতিরোধে আরো অনেক কিছু করার রয়েছে বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এসআইবি/২৪