শত্রুকে হুঁশিয়ার করতেই পরমাণু যুদ্ধের মহড়া চালানো হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i127668-শত্রুকে_হুঁশিয়ার_করতেই_পরমাণু_যুদ্ধের_মহড়া_চালানো_হয়েছে
উত্তর কোরিয়া জানিয়েছে, তারা নকল পরমাণু ওয়ারহেড নিয়ে যে কৌশলগত যুদ্ধের মহড়া চালিয়েছে তা মূলত শত্রুকে হুঁশিয়ার করার জন্য। এই মহড়ার মধ্যদিয়ে মূলত শত্রুকে বার্তা দেয়া হয়েছে যে, উত্তর কোরিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৩ ১৯:১৭ Asia/Dhaka
  • শত্রুকে হুঁশিয়ার করতেই পরমাণু যুদ্ধের মহড়া চালানো হয়েছে

উত্তর কোরিয়া জানিয়েছে, তারা নকল পরমাণু ওয়ারহেড নিয়ে যে কৌশলগত যুদ্ধের মহড়া চালিয়েছে তা মূলত শত্রুকে হুঁশিয়ার করার জন্য। এই মহড়ার মধ্যদিয়ে মূলত শত্রুকে বার্তা দেয়া হয়েছে যে, উত্তর কোরিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ (রোববার) জানিয়েছে, দুটি দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রে এই ওয়ারহেড বসিয়ে কল্পিত শত্রুর বিরুদ্ধে নকল পরমাণু হামলা চালানো হয়। শনিবার সকালে অনুষ্ঠিত এই ক্ষেপণাস্ত্র মহড়ার মধ্যদিয়ে শত্রুকে পরমাণু যুদ্ধের প্রকৃত বিপদ সম্পর্কে হুঁশিয়ার করে দেয়া হয়েছে।
বার্তা সংস্থা কেসি এনএ'র খবরে বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র দুটি ১৫০ মিটার উপর দিয়ে উড়ে যায় এবং ১৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
উত্তর কোরিয়ার সরকার বলছে, আমেরিকার সাথে যৌথভাবে দক্ষিণ কোরিয়া যে সামরিক মহড়া চালাচ্ছে তার জবাবে এই ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।