মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পের আঘাত: অন্তত ২৯৬ জনের প্রাণহানি
https://parstoday.ir/bn/news/world-i127884-মরক্কোয়_শক্তিশালী_ভূমিকম্পের_আঘাত_অন্তত_২৯৬_জনের_প্রাণহানি
মরক্কোয় গতরাতে (শুক্রবার রাতে) এক শক্তিশালী ভূমিকম্প অন্তত ২৯৬ জন নিহত ও ১৫৩ জনের বেশি আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১০:৫৮ Asia/Dhaka
  • মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পের আঘাত: অন্তত ২৯৬ জনের প্রাণহানি

মরক্কোয় গতরাতে (শুক্রবার রাতে) এক শক্তিশালী ভূমিকম্প অন্তত ২৯৬ জন নিহত ও ১৫৩ জনের বেশি আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেচ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে। আহত ১৫৩ জনকে এসব এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের অধিবাসীরা বলেছেন, পুরোনো এই শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। বেশির ভাগ প্রাণহানি পাহাড়ি এলাকায় হয়েছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন।

ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানী মারাকেশসহ দেশের বেশিরভাগ স্থানের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন এবং খোলা আকাশের নীচে আতঙ্কে তাদের রাত কাটে। মারাকেশের পুরোনো অংশের কিছু ভবনও ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিখটারস্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। রাজধানী মারাকেশ থেকে ৭১ কিলোমিটর দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালা ছিল এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। ভূগর্ভের ১৮.৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।

ভূমিকম্পটি মরক্কোর স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে আঘাত হানে এবং এর ১৯ মিনিট পর ৪.৯ মাত্রার আরেকটি ভূকম্পণ অনুভূত হয়।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।