ইউক্রেনের সামরিক বাহিনীর ১১ ড্রোন ধ্বংস করল রাশিয়া
(last modified Fri, 29 Sep 2023 14:48:25 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ২০:৪৮ Asia/Dhaka
  • ড্রোন
    ড্রোন

ইউক্রেনের সামরিক বাহিনীর ১১টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। গতরাতে এসব ড্রোন ভূপাতিত করা হয়। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে মস্কো।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পোস্টে বলা হয়, 'আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঐ ১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১০টি ক্রুস্ক ও একটি কালুগা প্রদেশে ধ্বংস করা হয়।'

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী ক্রুস্কের গভর্নর রোমান স্টারোভয়েত জানিয়েছেন, ‘আমাদের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের সাহায্যে হামলা  চালানো হয়েছে।'

গত জুলাইয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের ঘোষণা দেয় ইউক্রেন। এরপর থেকেই রাশিয়ায় একের পর এক ড্রোন আক্রমণ চালাচ্ছে তারা। শুধু দেশটির সীমান্তবর্তী অঞ্চলেই নয়, খোদ রাজধানী মস্কোতেও ড্রোন হামলা চালানো হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে যার দূরত্ব অনেক।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সাত হাজার ১৯১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।