অক্টোবর ০২, ২০২৩ ১৪:৫৮ Asia/Dhaka
  • স্পেনে নাইট ক্লাবে অগ্নিকাণ্ড, ১৩ জনের মর্মান্তিক মৃত্যু

স্পেনের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারসিয়া শহরের ফোনডা মিলাগ্রোস নাইট ক্লাবে এই দুর্ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আরো হতাহত কেউ আছে কিনা তা অনুসন্ধান করছে। অনেকেই আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের ভেতরে আরো লাশ পাওয়া যাবে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। থিয়েটার ডিসকো এবং ফোনডা মিলাগ্রোস ডিস্কো থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং তার দ্রুত ছড়িয়ে পড়ে। এ দুটি ডিসকো ক্লাব একই ভবনের দোতলায় অবস্থিত। 

স্পেন পুলিশের মুখপাত্র দিয়াগো সেরাল এসব তথ্য জানিয়েছেন। তবে ক্লাব কর্তৃপক্ষ এখনো বলতে পারিনি- কোথা থেকে আগুন শুরু হয়েছে।

স্পেনের জরুরি বিভাগ বলেছে, আগামী কয়েক ঘণ্টা যাবত পুলিশ এই ভবনের নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে। ভবনের ভেতরে আরো নিহত মানুষের সন্ধান মিলতে পারে বলে জরুরি বিভাগ আশঙ্কা করছে। সে কারণে তারা তাদের উদ্ধার তৎপরতা সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত নিহত লোকের সংখ্যা চূড়ান্তভাবে বলেছে না।

মারসিয়া শহরের মেয়র হচ্ছে হোসে বেলেস্তা বলেছেন, রোববার সকাল ছয়টার দিকে নাইট ক্লাবে আগুন লাগে এবং তা ছিল খুবই মারাত্মক রকমের অগ্নিকাণ্ড।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ