শরণার্থী বহিষ্কার নিয়ে আফগান-পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i128998-শরণার্থী_বহিষ্কার_নিয়ে_আফগান_পাক_পররাষ্ট্রমন্ত্রীর_বৈঠক
পাকিস্তানে আশ্রয় নেয়া প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীকে বহিষ্কারের ঘোষণা দেয়ার পর যখন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা ও টানাপড়েন চলছে তখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ০৬, ২০২৩ ১৫:২৬ Asia/Dhaka
  • শরণার্থী বহিষ্কার নিয়ে আফগান-পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পাকিস্তানে আশ্রয় নেয়া প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীকে বহিষ্কারের ঘোষণা দেয়ার পর যখন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা ও টানাপড়েন চলছে তখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের জিনজিয়াং শহরে বৈঠকে বসেন।

বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, আগামী ৩১ অক্টোবর মধ্যে আফগানিস্তানের শরণার্থীদেরকে পাকিস্তান ছেড়ে চলে যেতে হবে। অন্যথায় তাদেরকে গ্রেফতার ও দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হবে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানি এই ঘোষণাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ইসলামবাদকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। গতকালের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী আঞ্চলিক দেশগুলোকে সম্মিলিতভাবে কৌশল ঠিক করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।