সাক্ষাৎকারে মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা
হামাসের অভিযান ছিল সামরিক দৃষ্টিকোণ থেকে অসাধারণ সাফল্য
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামি জিহাদের অভিযান ছিল সামরিক দৃষ্টিকোণ থেকে অসাধারণ সাফল্য। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন সাবেক মার্কিন মেরিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার।
রিটার গতকাল (বৃহস্পতিবার) প্রেস টিভিকে বলেন, "হামাস যা করেছে তা অনেকের ধারণার চেয়েও বেশি মাত্রার কিছু।" সাবেক মার্কিন মেরিন কোরের গোয়েন্দা কর্মকর্তা এবং জাতিসংঘের বিশেষ কমিশনের সাবেক অস্ত্র পরিদর্শক রিটার হামাসের অভিযানের প্রশংসা করে বলেন, “এটা অত্যাশ্চর্য ছিল।”

রিটার বলেন, ২০১৪ ও ২০২০ সালের পরে ইসরাইলিরা "কিছু বড় পরিবর্তন শুরু করে যা গাজা থেকে সুরক্ষিত করার জন্য নকশা করা হয়। এই পরিবর্তনগুলোর মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রচুর রিমোট সেন্সিং এবং প্রতি মুহূর্তের গোয়েন্দা তথ্য সংগ্রহ অন্তর্ভুক্ত ছিল। ফলে হামাস কী করছে সে সম্পর্কে ইসরাইলিরা সম্পূর্ণ জ্ঞান রাখার সক্ষমতা অর্জন করে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। এরপরও হামাস যা করেছে তাতে আশ্চর্য হতে হয়, কারণ বিষয়টি এমন নয় যে, ইসরাইলিরা তাদের নজরদারি কমিয়ে দিয়েছিল কিংবা ইসরাইলিরা কিছু বুঝতে পারেনি।”
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, "আমি ইসরাইলিদের সাথে কাজ করেছি- তারা খুব বুদ্ধিমান, তারা খুব খোলা মনে সমস্যা বোঝার চেষ্টা করে এবং তারা সমাধান বের করার ক্ষেত্রে খুবই উদ্ভাবনী। সুতরাং ইসরাইল যা স্থাপন করেছে আমরা তাকে খাটো করে দেখতে পারি না। এটি প্রযুক্তিগতভাবে একটি অসাধারণ জটিল ও উন্নত সিস্টেম যা ইসরাইলকে হামাস সম্পর্কে যতটা সম্ভব পূর্ণ চিত্র দেয়ার জন্য নকশা করা হয়েছিল। এর মানে হলো হামাস যা করেছে তা অনেকের ধারণার চেয়েও বেশি মাত্রার কিছু।"
রিটার বলেন, "হামাসের এই ইসরাইলি নজরদারি ব্যবস্থাকে ব্যর্থ করার ক্ষমতা এবং হামাস যা করেছে তার পরিধি ও পরিসরের দিক বিবেচনা করে বলা যায়- ইসরাইলি স্থাপনায় হামলা শুরু করতে সক্ষম হওয়া কঠোর সামরিক দৃষ্টিকোণ থেকে একটি অসাধারণ অর্জন।"#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।