প্রকাশ্য উসকানি বলছে চীন, উচ্চ সতর্কতায় সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i130224-প্রকাশ্য_উসকানি_বলছে_চীন_উচ্চ_সতর্কতায়_সামরিক_বাহিনী
চীন বলেছে, স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে আমেরিকা ও কানাডার যুদ্ধজাহাজ পাঠানোর পর চীনা সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গত দুই মাসের মধ্যে এ নিয়ে আমেরিকা ও কানাডা যৌথভাবে দ্বিতীয়বারের মতো যুদ্ধ জাহাজ পাঠালো। এই পদক্ষেপকে প্রকাশ্য উসকানি বলে নিন্দা করেছে চীন সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৮:৪৭ Asia/Dhaka
  • প্রকাশ্য উসকানি বলছে চীন, উচ্চ সতর্কতায় সামরিক বাহিনী

চীন বলেছে, স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে আমেরিকা ও কানাডার যুদ্ধজাহাজ পাঠানোর পর চীনা সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গত দুই মাসের মধ্যে এ নিয়ে আমেরিকা ও কানাডা যৌথভাবে দ্বিতীয়বারের মতো যুদ্ধ জাহাজ পাঠালো। এই পদক্ষেপকে প্রকাশ্য উসকানি বলে নিন্দা করেছে চীন সরকার।

মার্কিন নৌবাহিনী গতকাল (বুধবার) জানিয়েছে, ইউএসএস রাফায়েল পেরালটা ডেস্ট্রয়ার এবং কানাডার হেলিফ্যাক্স ক্লাস ফ্রিগেট এইচএমসিএস অটোয়াকে তাইওয়ান প্রণালীতে পাঠানো হয়। একে তারা রুটিন ওয়ার্ক বলে দাবি করেছে।
আমেরিকা ও কানাডার এই যুদ্ধজাহাজ পাঠানোর নিন্দা জানিয়েছেন চীনের সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ডের মুখপাত্র সিনিয়ার কর্নেল শি ই। দুই দেশের এই পদক্ষেপের বিষয়ে চীনের সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন।
শি ই বলেন, চীনের সামরিক বাহিনী জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন