প্রচণ্ড আকার ধারণ করেছে গাজা যুদ্ধ; ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/world-i130440-প্রচণ্ড_আকার_ধারণ_করেছে_গাজা_যুদ্ধ_ভাড়াটে_যোদ্ধা_ব্যবহার_করছে_ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল। এ কাজে স্পেনের একটি কুখ্যাত সন্ত্রাসী-গোষ্ঠীকে ব্যবহার করছে দখলদাররা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka
  • প্রচণ্ড আকার ধারণ করেছে গাজা যুদ্ধ; ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল। এ কাজে স্পেনের একটি কুখ্যাত সন্ত্রাসী-গোষ্ঠীকে ব্যবহার করছে দখলদাররা।

স্পেনের প্রভাবশালী এল মান্ডো পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির কুখ্যাত ভাড়াটে যোদ্ধা পেদ্রো দিয়াজ ফ্লোরেস জানিয়েছেন, বহুসংখ্যক ভাড়াটে গোষ্ঠী ইসরাইলি সেনাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা উচ্চমূল্যের বেতন পাচ্ছে।

ফ্লোরেস বলেন, তিনি ইসরাইলে এসেছেন মূলত অর্থের জন্য। ইসরাইল যেমন মোটা অংকের অর্থ দিচ্ছে, তেমনি তাদেরকে উন্নতমানের অস্ত্র দিয়েছে বলে জানান ফ্লোরেস। তিনি বলেন, প্রতি সপ্তাহের জন্য ইসরাইল তাদেরকে ৪,১৮৭ ডলার দিচ্ছে এবং মোটা অংকের অর্থই তাকে এই যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে।

ফ্লোরেস এর আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নাৎসীবাদীদের পাশে থেকে যুদ্ধ করেছেন। এখন তিনি ইউক্রেন থেকে ইসরাইল এসেছেন গাজা যুদ্ধে যোগ দিতে। তবে তিনি দাবি করেন, তারা সরাসরি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং তারা ইসরাইলি সামরিক বহর এবং চেক পয়েন্টগুলোর নিরাপত্তা দিতে কাজ করছে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।