পশ্চিম তীরে সহিংসতা
ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য উগ্র ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভিসা নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বলেছেন, পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বানচাল করার জন্য বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এর একদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল, পশ্চিম তীরের ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীরা যে হামলা চালায় এবং তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে তা ঠেকাতে ইসরাইল পর্যাপ্ত ব্যবস্থা নেয় নি। ফলে যে সমস্ত ইহুদি বসতি স্থাপনকারী ওই সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।
প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমেরিকার অন্য শীর্ষ কর্মকর্তারা ইসরাইলকে বারবার সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের যে সহিংসতা চলছে তা বন্ধ করার জন্য ইসরাইলকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হামাসের অভিযানের পর থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে।
এদিকে, খোদ আমেরিকার মানবাধিকার কর্মীরা মার্কিন এই ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, আমেরিকার এই পদক্ষেপের বড় কোনো প্রভাব ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর পড়বে না। কারণ এসব বসতি স্থাপনকারীর বেশিরভাগই মার্কিন নাগরিক এবং তাদেরকে ভিসা দিতে বাধ্য আমেরিকা।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।