জানুয়ারি ০২, ২০২৪ ১৪:২১ Asia/Dhaka
  • লি জায়ে মিয়ুং ছুরি হামলার শিকার
    লি জায়ে মিয়ুং ছুরি হামলার শিকার

দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে মিয়ুং মারাত্মকভাবে ছুরি হামলার শিকার হয়েছেন। দক্ষিণ কোরিয়ার বুসান শহর সফরের সময় তিনি এই হামলার শিকার হন এবং দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, আজ (মঙ্গলবার) সকালে বুসান শহর সফরের সময় মিয়ুং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় আকস্মিকভাবে অজ্ঞাত এক ব্যক্তি তার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে তবে পুলিশ হামলাকারীকে তাৎক্ষণিকভাবে আটক করতে সক্ষম হয়।

বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, লি জাইয়ে মিয়ুংয়ের চারপাশে সাংবাদিকরা অবস্থান করছিলেন কিন্তু হঠাৎ করেই এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। লি মিয়ুংয়ে সর্বশেষ অবস্থা কী তা জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে তার আঘাত মৃত্যুর ঝুঁকির কারণ হবে না। 

হামলার পর বুসান শহর থেকে হেলিকপ্টারে করে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কবে কী কারণে দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতার ওপর হামলা হয়েছে এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ