মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের আল্টিমেটাম দিল মালে
https://parstoday.ir/bn/news/world-i133344
মালদ্বীপে মোতায়েন ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে মালে সরকার। এই সময়সীমা অনুসারে আগামী ১৫ই মার্চের মধ্যে ভারতকে মালদ্বীপ থেকে সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৪ ১২:২৬ Asia/Dhaka
  • মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর
    মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর

মালদ্বীপে মোতায়েন ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে মালে সরকার। এই সময়সীমা অনুসারে আগামী ১৫ই মার্চের মধ্যে ভারতকে মালদ্বীপ থেকে সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে।

সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও মালদ্বীপের মধ্যে ব্যাপকভাবে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রেক্ষাপটে মালদ্বীপ ভারতকে তার সেনা প্রত্যহারের বিষয়ে সময়সীমা বেঁধে দিল।

গতকাল (রোববার) মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর প্রধান সহকারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, মালদ্বীপে ভারতের সেনা থাকতে পারবে না- এটা হচ্ছে প্রেসিডেন্ট মইজ্জু ও তার সরকারের নীতি।

বিষয়টি নিয়ে মালদ্বীপ ও ভারত সরকারের মধ্যে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে বলে জানান আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৫