রুশবিরোধী যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আনছেন ইউক্রেনের সেনাপ্রধান
(last modified Wed, 14 Feb 2024 12:32:12 GMT )
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১৮:৩২ Asia/Dhaka
  • রুশবিরোধী যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আনছেন ইউক্রেনের সেনাপ্রধান

ইউক্রেনের সামরিক বাহিনীর নতুন প্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে এখন তিনি আক্রমণের চেয়ে কৌশলগত প্রতিরক্ষার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জার্মান টিভি চ্যানেল জেডডিএফ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

সাবেক সেনাপ্রধান জেনারেল ভ্যারেরি জালুঝনিকে বরখাস্ত করে জেনারেল সিরস্কিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েকদিন আগে ওই সাক্ষাৎকার রেকর্ড করা হয় এবং গতকাল (মঙ্গলবার) তা সম্প্রচারিত হয়েছে।

জেনারেল সিরস্কি বলেন, “যুদ্ধ এখন নতুন অধ্যায় পৌঁছেছে। আমরা এখন আক্রমণাত্মক ভূমিকা থেকে প্রতিরক্ষামূলক অভিযানের দিকে মন দিচ্ছি। শত্রুর সামরিক শক্তি নিঃশেষ করা এবং ক্ষয়ক্ষতি অনেক বেশি বাড়িয়ে তোলার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এজন্য আমরা আমাদের নিরাপত্তা দুর্গ, আমাদের কৌশলগত সুবিধাগুলো, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ডিফেন্স লাইন প্রস্তুত করার ওপর জোর দিচ্ছি।”

সিরস্কি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী সৈন্যদের জীবন রক্ষার জন্য এমনকি স্থল ড্রোন ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে। তিনি জার্মান গণমাধ্যমকে বলেন, "আমি বরং একটি অবস্থান ছেড়ে দিতে চাই, কিন্তু আমি সেনা হারাতে দেব না।" তিনি অভিযোগ করেন, রাশিয়া তার সৈন্যদের জীবনের কোন মূল্য রাখে না। তিনি আরো দাবি করেন, রাশিয়ার ক্ষয়ক্ষতি ইউক্রেনের তুলনায় সাত থেকে আট গুণ বেশি হবে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ