ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১৭:১৬ Asia/Dhaka
  • দিমিত্রি মেদভেদেভ
    দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বিশেষ জায়গা করে নিয়েছে এবং অত্যাধুনিক এই প্রযুক্তি যুদ্ধের ভাগ্য বদলে দিচ্ছে।

গতকাল (সোমবার) ইউক্রেন যুদ্ধে চেচেন ইউনিটের কমান্ডারদের সাথে এক বৈঠকে মেদভেদেভ বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোন মানুষের ধারণা পাল্টে দিচ্ছে এবং যেটি তারা চেয়েছিল যুদ্ধক্ষেত্রে এখন সেটিই হচ্ছে।

মেদভেদেভ বলেন, “যখন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছিল তখন খুব কম লোকই ড্রোন সম্পর্কে কথা বলেছেন। তাদের ভেতরে ধারণা ছিল- এই যুদ্ধ চিরাচরিত নিয়ম মেনে এবং পুরনো ধারায় পরিচালিত হবে। কিন্তু ড্রোনের এই প্রযুক্তি বিশ্বকে বদলে দিয়েছে। এখন বিশ্বের প্রায় সব সামরিক কৌশলবিদ পরিষ্কার হয়েছেন যে, অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি যুদ্ধের ক্ষেত্রকে বদলে দিচ্ছে।”

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, তার দেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে যেগুলো দেশের ভাগ্যকে নির্ধারণ করবে। মেদভেদেভ রাশিয়ার ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের পরিপূরক করার জন্য ড্রোন উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আভদিভকা থেকে সম্প্রতি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। দেশটি বলেছে, সেনাদের যেন আত্মসমর্পণ করতে না হয়, সে জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে শহরটিতে রাশিয়ার সেনারা তাদের জাতীয় পতাকা উত্তোলন করেছে#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ