ইসরাইলের কাছে ‘নন-লেথাল’ অস্ত্র বিক্রি বন্ধ করেছে কানাডা
https://parstoday.ir/bn/news/world-i135622-ইসরাইলের_কাছে_নন_লেথাল’_অস্ত্র_বিক্রি_বন্ধ_করেছে_কানাডা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে র্ব্ববর্বর আগ্রাসনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে কানাডা সরকার ইসরাইলের কাছে নন-লেথাল বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করে দিয়েছে। কানাডার টরেন্টো স্টার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৫, ২০২৪ ১৪:১৭ Asia/Dhaka
  • ইসরাইলের কাছে ‘নন-লেথাল’ অস্ত্র বিক্রি বন্ধ করেছে কানাডা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে র্ব্ববর্বর আগ্রাসনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে কানাডা সরকার ইসরাইলের কাছে নন-লেথাল বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করে দিয়েছে। কানাডার টরেন্টো স্টার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) পত্রিকাটি বলেছে, দুই মাস আগেই কানাডা সরকার ইসরাইলের কাছে প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রপ্তানি বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি এই প্রতিবেদন প্রকাশ করেছে।

পত্রিকাটি বলছে, গত আট জানুয়ারি থেকে কানাডা সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আওতায় কোটি কোটি ডলার মূল্যের নন-লেথাল সরঞ্জাম ও প্রযুক্তি ইসরাইলে রপ্তানি বন্ধ করা হয়েছে। তবে, ইসরাইলের কাছে নন-লেথাল সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য আবেদন আসা অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। 

রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধ শুরুর প্রথম দুই মাসে কানাডার কেন্দ্রীয় সরকার ইসরাইলের কাছে প্রায় তিন কোটি ডলার মূল্যের নন-লেথাল সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।