আলেপ্পোয় ইসরাইলের মারাত্মক হামলা স্পষ্টভাবে অগ্রহণযোগ্য
(last modified Sat, 30 Mar 2024 09:41:22 GMT )
মার্চ ৩০, ২০২৪ ১৫:৪১ Asia/Dhaka
  • আলেপ্পোয় ইসরাইলের মারাত্মক হামলা স্পষ্টভাবে অগ্রহণযোগ্য

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। গতকাল (শুক্রবার) ইসরাইলি সেনারা আলেপ্পো শহরের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালায় যাতে অন্তত ৪৩ জন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকালই এক বিবৃতিতে বলেছেন, "সিরীয় আরব প্রজাতন্ত্রের বিরুদ্ধে এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ স্পষ্টভাবে অগ্রহণযোগ্য। এই হামলার মধ্যদিয়ে দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।"

১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় এবং সেই থেকে এখন পর্যন্ত কার্যত দুইপক্ষ কৌশলগতভাবে যুদ্ধের ভেতরে রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা তাণ্ডব শুরু করলে সিরিয়া সরকার তা মোকাবেলার জন্য ইরান, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগিতা নেয়। সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে রাশিয়া সরাসরি বিমান হামলা চালিয়ে বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করে। কিন্তু ইসরাইল মাঝেমধ্যেই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটিকে অস্থিতিশীল করে তুলেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩০

ট্যাগ