দরিদ্র দেশ থেকে নার্সদের পশ্চিমে অভিবাসন: আফ্রিকান স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি
(last modified Wed, 03 Apr 2024 10:37:07 GMT )
এপ্রিল ০৩, ২০২৪ ১৬:৩৭ Asia/Dhaka
  • দরিদ্র দেশ থেকে নার্সদের পশ্চিমে অভিবাসন/ আফ্রিকান স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি
    দরিদ্র দেশ থেকে নার্সদের পশ্চিমে অভিবাসন/ আফ্রিকান স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি

ইন্টারন্যাশনাল নার্সিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, ধনী দেশগুলো প্রয়োজনীয় মানবসম্পদের অভাবে দরিদ্র দেশগুলো থেকে নার্স নিয়োগ করে, অন্তত অর্ধ বিশ্বের দেশগুলোর স্বাস্থ্যসেবার পরিস্থিতি নাজুক করে তুলেছে।

ইন্টারন্যাশনাল নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি হাওয়ার্ড ক্যাটন জানিয়েছেন, চলতি মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়েছে আফ্রিকা মহাদেশের নার্সিং অ্যাসোসিয়েশনের বৈঠকে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা উত্তরের (পাশ্চাত্যের) ধনী দেশগুলো তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার সুযোগ নিয়ে দক্ষিণের দরিদ্র দেশগুলো থেকে নার্স নিয়োগ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেছেন, দরিদ্র দেশগুলো থেকে নার্সদের আকৃষ্ট করার মাধ্যমে ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোকে দীর্ঘ সময়ের জন্য তাদের ওপর নির্ভরশীল করে রাখছে। এতে করে দক্ষিণের দেশগুলোতে স্বাস্থ্যসেবা বিরাট হুমকির মুখে পড়েছে এমনকি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে যা নতুন উপনিবেশবাদের একটি রূপ।

এভাবে দরিদ্র দেশগুলো থেকে এনে নার্সদের নিয়োগ দিয়ে ধনী দেশগুলো সেই দেশগুলোকে দীর্ঘকাল তাদের উপর নির্ভরশীল করে তুলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত বিধানে দরিদ্র দেশগুলো থেকে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত কর্মীদের নিয়োগ রোধ করার কথা বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে পরামর্শ দিয়েছে যে, 'রেড লিস্টে' থাকা দেশগুলো থেকে নিয়োগ দিতে চাইলে সংশ্লিষ্ট সরকারগুলোর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতার ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে।

ইন্টারন্যাশনাল নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি হাওয়ার্ড ক্যাটন মনে করেন, এই নিয়মগুলো শুধুমাত্র এক ধরনের নৈতিক উপদেশ এবং বাস্তবে আমরা দেখতে পাচ্ছি দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে দরিদ্র দেশগুলোর নার্সদের উন্নত ও ধনী দেশগুলোতে আকৃষ্ট করা হচ্ছে।

আফ্রিকার দেশ গাম্বিয়ার ন্যাশনাল নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ব্যাবউকার চ্যাম বলেছেন যে গাম্বিয়ান নার্সরা ব্যাপকহারে ইউরোপ এবং আমেরিকায় যাচ্ছে যা স্বাস্থ্য পরিসেবা ক্ষেত্রে গাম্বিয়ানদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে।

তিনি পরামর্শ দিয়েছেন যে, ধনী দেশগুলোতে যাওয়া প্রতিটি গাম্বিয়ান নার্সের জন্য দুজন নার্সের প্রশিক্ষণের খরচ দেওয়া উচিত যাতে গাম্বিয়ানরা নার্স এবং ধাত্রী বা প্রসূতি বিষয়ক লোকবলের অভাবে প্রাণ না হারায়।

দ্য গার্ডিয়ান লিখেছে যে ব্রিটেন, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নার্সের ঘাটতির সম্মুখীন এবং দরিদ্র দেশগুলো থেকে নার্স নিয়োগ দিয়ে তাদের চাহিদার একটি অংশ পূরণ করছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ