আন্তর্জাতিক কুদস দিবসে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/world-i136376-আন্তর্জাতিক_কুদস_দিবসে_বিশ্বের_বিভিন্ন_দেশে_ফিলিস্তিনিদের_পক্ষে_সমাবেশ_অনুষ্ঠিত
পবিত্র রমজান মাসে শেষ শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবসে মজলুম ফিলিস্তিন এবং দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধকামীতার সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২৪ ১৪:০৮ Asia/Dhaka

পবিত্র রমজান মাসে শেষ শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবসে মজলুম ফিলিস্তিন এবং দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধকামীতার সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইরান, পাকিস্তান, ইরাক, লেবানন, ইয়েমেন, জর্ডান এবং অধিকৃত পশ্চিম তীরের পাশাপাশি ভারত, বাহরাইন এবং দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনিদের সমর্থনে বড় বড়  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনের অন্যান্য অংশে মানুষের উপর ইসরাইলের চলমান নৃশংসতার নিন্দা জানাতে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শুক্রবার কুদস দিবস উপলক্ষে হাজার হাজার মানুষ পাকিস্তান জুড়ে মিছিল করেছে।

পাকিস্তানি ও ফিলিস্তিনি পতাকা বহন করে করাচি, লাহোর, কোয়েটা এবং পেশোয়ার শহরে মিছিলকারীরা ইসরাইল বিরোধী স্লোগান দেয় এবং মুসলিম বিশ্বকে তেল আবিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কুদস দিবস উপলক্ষে এক বার্তায় বলেছেন যে তার দেশের পুরো জাতি ইসরাইলি নিপীড়নের নিন্দা জানাচ্ছে এবং মজলুম ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

শরীফ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন বন্ধে ইসরাইলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তার ভূমিকা পালনের আহ্বান জানান।

পাকিস্তানে ফিলিস্তিনিদের পক্ষে মিছিল

ভারত-শাসিত কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লি সরকার ২০১৯ সালের আগস্টে এ অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিল করার পরে সেখানে জনসভা অনুষ্ঠান কঠিন হয়ে পড়েছে। বুদগাম জেলায় সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে লোকেরা ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েল-বিরোধী নানা প্ল্যাকার্ড বহন করে। গাজায় ইসরাইলি দখলদার শাসনের চলমান গণহত্যার নিন্দা জানাতে ভারতীয় মুসলমানরা বিশেষ করে শিশু থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিরা মুম্বাইয়ে একটি সমাবেশ করেছে। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে শুক্রবার হাজার হাজার ইরাকি  রাজধানী বাগদাদ এবং দেশের প্রধান শহরে রাস্তায় নেমে আসে।

ইসরাইল মাসব্যাপী আগ্রাসন চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ অঞ্চলে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কয়েক হাজার ইয়েমেনিও সানায় একটি বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমেরিকা ও ইসরাইল-বিরোধী ক্ষোভ প্রকাশ করে।

সমাবেশে অংশগ্রহণকারী সালেহ মোহাম্মদ বলেন, “আমরা আজ এখানে কুদস দিবসে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করতে এসেছি। আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি শত্রুদের দ্বারা সংঘটিত গণহত্যামূলক অপরাধেরও নিন্দা করছি এবং আমাদের নেতার কাছে আমাদের বার্তা হল আমরা আপনার সঙ্গে আছি, আমরা আপনাকে হতাশ করব না এবং আমরা সবাই ফিলিস্তিনকে সমর্থন করার জন্য আপনার পাশে থেকে লড়াই করব। বার্ষিক কুদস দিবস উপলক্ষে লেবাননের জনগণ রাজধানী বৈরুত এবং দক্ষিণের শহর সিডনে মিছিল করেছে।

বিক্ষোভকারীদের একজন জামিল ইউসুফ বলেছেন, "এই (দিন) শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্যই অর্থবহ নয়, বরং সমস্ত মুসলিম এবং সাধারণভাবে আরবদের জন্য। প্রত্যেকের, মুসলিম এবং আরবদের এই দিনটির প্রতি যত্নবান হওয়া উচিত।কারণ দখলকৃত আল-কুদস কেবল আমাদের, ফিলিস্তিনিদের জন্য নয়, এটি সব মুসলমানদের। আমরা সবাই আরব এবং মুসলিম।"

কয়েক ডজন বিক্ষোভকারী উত্তর বাহরাইনের দুরাজ গ্রামে কুদস দিবস উপলক্ষে রাস্তায় নেমেছিল। মিছিলকারীরা এ সময়  বিভিন্ন স্লোগান দিতে থাকে; যেমন "আমেরিকার মৃত্যু হোক" এবং "ইসরায়েলের মৃত্যু হোক"। এছাড়া, বাহরাইনের বেশ কয়েকটি অঞ্চলে কুদস দিবসের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরিয়ান এবং ফিলিস্তিনি শরণার্থীরা কুদস দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে দামেস্কের দক্ষিণে যুদ্ধ-বিধ্বস্ত ইয়ারমুক ক্যাম্পে জড়ো হয়েছিল। শুক্রবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও তাদের জাতীয় প্রতিক বহন করে। একটি ব্যানারে ইংরেজিতে লেখা ছিল," অত্যাচারীদের বিরুদ্ধে নিপীড়িতদের সমর্থন করার জন্য কুদস দিবস একটি সর্বজনীন দিন।"#

  

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।