‘চলতি বছরই ইউক্রেন পরাজিত হতে পারে’
https://parstoday.ir/bn/news/world-i136824-চলতি_বছরই_ইউক্রেন_পরাজিত_হতে_পারে’
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, আমেরিকা যদি দ্রুত ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ না দেয় তাহলে রাশিয়ার চাপে দেশটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২৪ ১৭:১৩ Asia/Dhaka
  • সিআইএ প্রধান উইলিয়াম বার্নস
    সিআইএ প্রধান উইলিয়াম বার্নস

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, আমেরিকা যদি দ্রুত ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ না দেয় তাহলে রাশিয়ার চাপে দেশটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে পারে।

ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেয়া হবে কিনা সে বিষয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটানোর জন্য চলতি সপ্তাহে সহায়তা বিল নিয়ে ভোটাভুটি অনুষ্ঠানের বিষয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ঘোষণা দেয়ার পর একথা বললেন সিআইএ প্রধান। 

বুশ সেন্টারে অনুষ্ঠিত ফোরাম অন লিডারশিপে দেয়া বক্তৃতায় সিআইএ প্রধান বলেন, জরুরিভিত্তিতে ইউক্রেনের জন্য নিরাপত্তা ও সামরিক সহায়তা হিসেবে ছয় হাজার একশ কোটি ডলারের সহায়তা প্যাকেজ দেয়া দরকার। এই বিলটি গত কয়েক মাস ধরে অচল অবস্থায় পড়ে আছে। কংগ্রেসের বিরোধী রিপাবলিকান দলের সদস্যরা ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার চেয়ে মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করছেন। 

উইলিয়াম বার্নস মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব এই অচলাবস্থা দূর করে ইউক্রেনকে আপনারা সামরিক সহায়তা দিন। এই সহায়তা ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য বাস্তবে এবং মনস্তাত্ত্বিকভাবে বিরাট শক্তি যোগাবে। ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একগুঁয়েমি ভেঙে দেয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন সিআইএ প্রধান। অন্যদিকে, ইউক্রেন যদি পাশ্চাত্যের এই শীতল অবস্থার ভেতর থেকে বেরিয়ে না আসতে পারে তাহলে তাদেরকে ভয়াবহ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন