‘মার্কিন সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে অশান্ত করছে’
https://parstoday.ir/bn/news/world-i136956-মার্কিন_সামরিক_মহড়া_আঞ্চলিক_নিরাপত্তাকে_অশান্ত_করছে’
​​​​​​​উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার সাথে মিলে মার্কিন সামরিক বাহিনী যে মহড়া চালাচ্ছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক অশান্তির মধ্যে পড়েছে
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৪, ২০২৪ ১৩:৫৩ Asia/Dhaka
  • ‘মার্কিন সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে অশান্ত করছে’

​​​​​​​উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার সাথে মিলে মার্কিন সামরিক বাহিনী যে মহড়া চালাচ্ছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক অশান্তির মধ্যে পড়েছে

। উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়া ও আমেরিকার পাঁচ দিনব্যাপী যৌথ মহড়ার সমালোচনা করে আজ (বুধবার) একথা বলেছেন। 

তিনি বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনীকে সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে তৈরি করব। 

গতকাল সকালের দিকে উত্তর কোরিয়া নিউক্লিয়ার ট্রিগার সিস্টেম পরীক্ষার মধ্যদিয়ে শত্রুর পক্ষ থেকে পরমাণু হামলা মোকাবেলার উপর মহড়া চালিয়েছে। এরপর উত্তর কোরিয় নেতার বোন এসব কথা বললেন। 

গতকালের ওই নিউক্লিয়ার ট্রিগার মহড়ার সময় উত্তর কোরিয়া পূর্ব উপকূল লক্ষ্য করে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। আমেরিকা যখন কোরিয় উপদ্বীপ এলাকায় নিজের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন তখন উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র মহড়া চালায়।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন