সেনেগালের প্রধানমন্ত্রী: মানবাধিকারের দাবিদাররা ফিলিস্তিনে গণহত্যার সাথে জড়িত
https://parstoday.ir/bn/news/world-i138528-সেনেগালের_প্রধানমন্ত্রী_মানবাধিকারের_দাবিদাররা_ফিলিস্তিনে_গণহত্যার_সাথে_জড়িত
সেনেগালের প্রধানমন্ত্রী গাজায় ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছেন, বিশ্বের বৃহৎ শক্তিগুলো ফিলিস্তিনে চলমান গণহত্যার সাথে জড়িত।
(last modified 2025-08-08T09:45:24+00:00 )
জুন ১১, ২০২৪ ১৮:৫১ Asia/Dhaka
  • সেনেগালের প্রধানমন্ত্রী: মানবাধিকারের দাবিদাররা ফিলিস্তিনে গণহত্যার সাথে জড়িত

সেনেগালের প্রধানমন্ত্রী গাজায় ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছেন, বিশ্বের বৃহৎ শক্তিগুলো ফিলিস্তিনে চলমান গণহত্যার সাথে জড়িত।

সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকো এক অনুষ্ঠানে ফিলিস্তিনের শহীদদের জন্য এক মিনিট নীরবতা ও দোয়ার অনুরোধ জানিয়ে বলেছেন,  যারা নিজেদেরকে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার দাবি করে আজ তারাই ফিলিস্তিনে গণহত্যার সবচেয়ে বড় সহযোগীতে পরিণত হয়েছে।  

ওসমান সোনকো সেনেগালের প্রেসিডেন্টকে জাতিসংঘের আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দেয়ার অনুরোধ  জানিয়েছেন।

উল্লেখ্য,গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার জন্য ইসরাইলকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। তারপর থেকে দশটিরও বেশি দেশ ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রুজু করা মামলায় যোগদানের ঘোষণা দিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ৮৩ হাজার ৬৮০ জন আহত হয়েছে। এ ছাড়া দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এখনও নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১ 

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লে্খা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।