ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার জন্য বিশ্বের ৫০টিরও বেশি দেশের অনুরোধ
https://parstoday.ir/bn/news/world-i143516-ইসরাইলের_বিরুদ্ধে_অস্ত্র_নিষেধাজ্ঞার_জন্য_বিশ্বের_৫০টিরও_বেশি_দেশের_অনুরোধ
পার্সটুডে - বিশ্বের ৫০ টিরও বেশি দেশ নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০২৪ ১৫:৩৫ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার জন্য বিশ্বের ৫০টিরও বেশি দেশের অনুরোধ

পার্সটুডে - বিশ্বের ৫০ টিরও বেশি দেশ নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে।

মেহর নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানায়, এই অনুরোধে স্বাক্ষরকারী দেশগুলো ঘোষণা করেছে: এমন সব নথি প্রমাণ রয়েছে যা থেকে বোঝা যায়, ইহুদিবাদী শাসকদের কাছে সরবরাহ করা অস্ত্র ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে তারা বহু সংখ্যক ফিলিস্তিনির হতাহত বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু নিহত হওয়ার কথা উল্লেখ করেছে। ওই দেশগুলোর প্রতিনিধিরা আরো বলেছেন, দখলদার বাহিনী সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন এক বছরেরও বেশি সময় ধরে যে নজিরবিহীন গণহত্যা চালিয়ে যাচ্ছে তা অগ্রহণযোগ্য। এ অবস্থায় মানবিক পরিস্থিতির অবনতি রোধ করতে এবং বড় আকারে আঞ্চলিক যুদ্ধের হুমকি ঠেকাতে এখনই পদক্ষেপ নেয়া জরুরি।

এই দেশগুলো, নিরাপত্তা পরিষদের কাছে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং ইসরাইলি অপরাধীদের বিচার করার জন্য পূর্ববর্তী প্রস্তাবগুলো বাস্তবায়নসহ অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানায়। ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য একটি স্পষ্ট বিবৃতি জারি করারও দাবি করেছে ওই দেশগুলো।

এই বার্তার উদ্দেশ্য হল, ফিলিস্তিনি অঞ্চলে, বিশেষ করে গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকদের দ্বারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করা।

এক বছরেরও বেশি সময় ধরে, ইহুদিবাদী শাসক মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত ৪৩,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং আরও এক লাখেরও বেশি আহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।