ইসরাইলের জন্য মার্কিন অস্ত্রবাহী জাহাজকে নোঙ্গর করার অনুমতি দেয়নি স্পেন
পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের জন্য সমরাস্ত্র বহন করার কারণে দু’টি মার্কিন জাহাজকে নোঙ্গর করতে দেয়নি স্পেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ৩১ অক্টোবর মায়েরস্ক ডেনভার (Maersk Denver) এবং ৪ নভেম্বর মায়েরস্ক সেলেটার (Maersk Seletar) জাহাজ ইসরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এসব জাহাজ যাত্রাবিরতির জন্য অনুমতি চাইলেও সেগুলোকে স্পেনের কোনো বন্দরে নোঙ্গর করতে দেয়া হবে না।
বার্তা সংস্থা মেহরের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, স্পেনের পার্লামেন্ট সদস্য এনরিক স্যান্টিয়েগো (Enrique Santiago) এর আগে দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে এক আবেদনে বলেছিলেন যে, ইসরাইলগামী দু’টি মার্কিন মালবাহী জাহাজ যথাক্রমে ৯ ও ১৪ নভেম্বর স্পেনের অ্যালগেসিরাস (Algeciras) বন্দর অতিক্রম করবে। এসব জাহাজ যাতে ওই বন্দরে নোঙ্গর করার অনুমতি না পায় স্যান্টিয়েগো সে আবেদন জানান।
এদিকে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটি ফিলিস্তিন ও লেবাননে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক আইনের প্রতিও মাদ্রিদের পরিপূর্ণ আস্থা রয়েছে। এ কারণে ইসরাইলি অস্ত্র কোম্পানিগুলোকে মাদ্রিদ-২০২৫ সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হয়নি।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।