এলহাম আলিয়েভের আহ্বানে অজারি আলেমকে আটক করল রাশিয়া
(last modified Tue, 19 Nov 2024 03:29:17 GMT )
নভেম্বর ১৯, ২০২৪ ০৯:২৯ Asia/Dhaka
  • আজারবাইজানের ইহুদিবাদবিরোধী বিশিষ্ট আলেম আলহাজ জুলফিকার মিকাইলজাদে
    আজারবাইজানের ইহুদিবাদবিরোধী বিশিষ্ট আলেম আলহাজ জুলফিকার মিকাইলজাদে

পার্সটুডে- আজারবাইজানের প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে রাশিয়া সরকার ইহুদিবাদ-বিরোধী একজন আলেমকে আটক করেছে।

প্রাপ্ত খবরে জানা গেছে, আজারবাইজানের বিশিষ্ট আলেম আলহাজ জুলফিকার মিকাইলজাদে’কে রাশিয়ায় আটক করা হয়েছে। তিনি আজারবাইজানে ইহুদিবাদবিরোধী উচ্চকণ্ঠ হিসেবে পরিচিত। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, অজারি প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তিনি বেশ কয়েক বছর ধরে রাশিয়ায় বসবাস করছিলেন। আলহাজ মিকাইলজাদে যখন রাশিয়ার একটি শহরে অনুষ্ঠিত মাহফিলে বক্তৃতা করার জন্য মস্কো থেকে ওই শহরের দিকে যাচ্ছিলেন তখন তাকে রুশ পুলিশ আটক করে। প্রতিরোধ ফ্রন্টের সমর্থক এই অজারি আলেমের ঘনিষ্ঠজনরা বলেছেন, তাকে ‘মিথ্যা ও বানোয়াট’ অভিযোগে আটক করা হয়েছে।

আলহাজ জুলফিকার এর আগে আজারবাইজানে দুইবার আটক হয়েছেন এবং এ ধরনের ভিত্তিহীন অভিযোগে তাকে বাকু সরকারের কারাগারে জীবনের মূল্যবান প্রায় একটি দশক কাটাতে হয়েছে।

মস্কো থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, হাজি মিকাইলজাদেকে এখন আজারবাইজান সরকারের কাছে হস্তান্তর করা হবে কিনা সে বিষয়ে রাশিয়ার একটি আদালত শিগগিরই সিদ্ধান্ত জানাবে। আদালত সম্মতি দিলে এই প্রতিরোধকামী আলেমেকে আলিয়েভ সরকারের হাতে তুলে দেবে মস্কো।

মিকাইলজাদেকে এমন সময় আটক করা হলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আজারবাইজানের ইহুদিবাদবিরোধী অন্তত সাত হাজার শিয়া আলেম বাকু সরকারের কারাগারে আটক রয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, আলিয়েভ সরকার তার বিরোধী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে যে ব্যাপক দমন অভিযান চালাচ্ছে তারই ধারাবাহিকতায় এসব আলেমকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।

বাকু সরকারের আহ্বানে রাশিয়ায় অজারি আলেমের আটকের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। আগামী কয়েক দিনে এই প্রতিবাদের মাত্রা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।