স্পাইগেল: জার্মান সরকার ইসরাইলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাতে যাচ্ছে
https://parstoday.ir/bn/news/world-i145230-স্পাইগেল_জার্মান_সরকার_ইসরাইলে_বিপুল_পরিমাণ_অস্ত্র_পাঠাতে_যাচ্ছে
পার্সটুডে- স্পাইগেল ম্যাগাজিন জানিয়েছে, জার্মান সরকার ইহুদিবাদী ইসরাইলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৪ ২১:২০ Asia/Dhaka
  • জার্মান সরকার ইসরাইলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাতে যাচ্ছে
    জার্মান সরকার ইসরাইলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাতে যাচ্ছে

পার্সটুডে- স্পাইগেল ম্যাগাজিন জানিয়েছে, জার্মান সরকার ইহুদিবাদী ইসরাইলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে।

জার্মান প্রকাশনা স্পাইগেল মঙ্গলবার এক প্রতিবেদনে লিখেছে: সে দেশের সরকার গত কয়েক সপ্তাহে ইসরাইল সরকারের কাছে ৩০ কোটি ইউরোর বেশি মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে। পার্সটুডে জানিয়েছে, জার্মান সরকার ইহুদিবাদী শাসকগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও ইসরাইলের কাছে বছরে ১৬ কোটি ইউরো মূল্যের অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে। জার্মানি ইসরাইলের দখলকৃত অঞ্চলে মেরকাভা ট্যাঙ্ক সরঞ্জাম পাঠাতে যাচ্ছে।

জার্মান সরকারের ডেপুটি মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান সাংবাদিকদের বলেন, ইসরাইলে জার্মান অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত সবসময়ই বিদ্যমান, তবে ইসরাইলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

রয়টার্স এর আগে একটি প্রতিবেদনে লিখেছিল যে জার্মানির মানবাধিকার আইনজীবীরা বার্লিনের আদালতকে ইসরাইলের কাছে ৩০০০ অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র পাঠানোর সরকারি সিদ্ধান্ত স্থগিত করতে বলেছিলেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে, পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে, ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরের অরক্ষিত ও অসহায় জনগণের বিরুদ্ধে নতুন করে গণহত্যা শুরু করেছে।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ১০৭,০০০ এরও বেশি আহত হয়েছে।

ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী ১৯১৭ সালে ইসরাইল প্রতিষ্ঠা করা হয় এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে ফিলিস্তিনি ভূমিতে জায়গা দেয়া হয়েছিল। এরপর ১৯৪৮ সালে ইসরাইল নামক অবৈধ এই রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়।

তারপর থেকে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ ইসরাইলের বিলুপ্তি এবং ইহুদিদের তাদের যে যার দেশে ফিরে আসার গুরুতারোপ করে আসছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।