একজন ব্রিটিশ বিশ্লেষক: গাজা গণহত্যা ব্রিটিশ নেতৃত্বাধীন উপনিবেশবাদেরই ধারাবাহিকতা
https://parstoday.ir/bn/news/world-i148506-একজন_ব্রিটিশ_বিশ্লেষক_গাজা_গণহত্যা_ব্রিটিশ_নেতৃত্বাধীন_উপনিবেশবাদেরই_ধারাবাহিকতা
ব্রিটিশ বিশ্লেষক বেক বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠী এবং তার মিত্রদের সাম্প্রতিক নীতিগুলো উপনিবেশবাদী চিন্তাভাবনার উপর ভিত্তি করে বাস্তবায়ন করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২৫ ১২:৩৩ Asia/Dhaka
  • একজন ব্রিটিশ বিশ্লেষক: গাজা গণহত্যা ব্রিটিশ নেতৃত্বাধীন উপনিবেশবাদেরই ধারাবাহিকতা

ব্রিটিশ বিশ্লেষক বেক বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠী এবং তার মিত্রদের সাম্প্রতিক নীতিগুলো উপনিবেশবাদী চিন্তাভাবনার উপর ভিত্তি করে বাস্তবায়ন করা হচ্ছে।

ব্রিটিশ সাংবাদিক ভিক্টোরিয়া ব্রিটেন বিশ্বাস করেন যে গাজা উপত্যকায় গণহত্যা চালানোর পেছনে ইহুদিবাদী ইসরাইলি সরকারের লক্ষ্য হল ফিলিস্তিনিমুক্ত অঞ্চলের দীর্ঘস্থায়ী ইহুদিবাদী স্বপ্নকে পুনরুজ্জীবিত করা। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ভিক্টোরিয়া ব্রিটেন মিডল ইস্ট আই নিউজ ওয়েবসাইটে একটি বিশ্লেষণে লিখেছেন,  ফিলিস্তিনিদের প্রতি ইহুদিবাদী ইসরাইল এবং তার মিত্র বিশেষ করে লন্ডন এবং ওয়াশিংটনসহ তার অন্যান্য মিত্রদের সাম্প্রতিক নীতিগুলো ঔপনিবেশিক চিন্তাভাবনার উপর ভিত্তি করে তৈরি যা অতীতে ব্রিটেনের নেতৃত্বে ছিল।

ব্রিটিশ বিশ্লেষক বলেছেন,  আজকের গাজার নারী ও শিশুরা যারা ২০২৩ সালের শেষের দিক থেকে এবং ২০২৪ ও ২০২৫ জুড়ে গণহত্যার ভয়াবহতা অনুভব করেছে এবং যুদ্ধবিরতির সময় উত্তরে ফিরে গিয়ে অচেনা ভবনের ধ্বংসস্তূপ পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তারাই "লি"-এর উত্তরাধিকারী। তিনি গাজা এবং হেবরনের মাঝামাঝি অবস্থিত ফিলিস্তিনি গ্রাম "ইরাক আল-মানশিয়া"-তে জন্মগ্রহণকারী একজন দাদী। ১৯৪৯ সালে হাগানা নামক একটি ইহুদি আধাসামরিক সংগঠন তার গ্রামকে ১০ মাস ধরে অবরোধ ও বোমাবর্ষণ করেছিল এবং তার পরিবারকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল।

বিশ্লেষণে বলা হয়েছে. '১৯৩০ এবং ১৯৪০'র দশকে ফিলিস্তিনের উপর ব্রিটিশ ম্যান্ডেট ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষ, তাদেরকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা এবং  তাদের প্রতি অমানবিক আচরণের উত্তরাধিকার রেখে গেছে।" আর আজ পশ্চিমা রাজধানীগুলোতে দায়িত্বে থাকা তাদের উত্তরসূরিরা এবং তাদের মধ্যপ্রাচ্যের মিত্ররা এখনও ফিলিস্তিনিদের সম্মান করতে তাদের মনে কথা শুনতে নারাজ।

ব্রিটেন স্পষ্ট করেছেন,  কয়েক দশক আগে ঔপনিবেশিক ব্রিটেনই ফিলিস্তিনের ওপর সন্ত্রাস ছড়িয়ে দিয়েছিল বিশেষ করে ১৯৩৭ সালের আরব বিদ্রোহ অত্যন্ত নির্মমভাবে দমন করেছিল। ইসরাইলি অভিবাসন এবং ফিলিস্তিনের উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণের জন্য ব্রিটেনের এই পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই আরব  বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল।

ব্রিটিশ সাংবাদিক বিশ্বাস করেন, 'গাজার বিরুদ্ধে গণহত্যার নিন্দা জানানো বিষয়ে  ব্রিটিশ সরকারের অস্বীকৃতি আজ ঔপনিবেশিক যুগে বেলফোর ঘোষণার ফলে সৃষ্ট লজ্জাজনক অনুশীলনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে।' এটি এমন এক সময়ে ঘটছে যখন ইসরাইল ছাড়া সমগ্র বিশ্ব তেল আবিবের প্রতিদিনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিশাল মানবিক মূল্য এবং ইসরাইল কর্তৃক মার্কিন বোমা দিয়ে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক বোমাবর্ষণের সাক্ষী হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।