পাকিস্তান থেকে হামলার দাবি ভারতের; রক্তের বদলা নেয়ার হুমকি পাক প্রধানমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/world-i149122-পাকিস্তান_থেকে_হামলার_দাবি_ভারতের_রক্তের_বদলা_নেয়ার_হুমকি_পাক_প্রধানমন্ত্রীর
পার্সটুডে- ভারতের হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে শপথ করছি, আমরা আমাদের নিরপরাধ শহীদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব।’
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২৫ ২১:০৮ Asia/Dhaka
  • শাহবাজ শরিফ
    শাহবাজ শরিফ

পার্সটুডে- ভারতের হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে শপথ করছি, আমরা আমাদের নিরপরাধ শহীদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব।’

গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শাহবাজ শরিফ আরও বলেন, ‘ভারতকে বিমান হামলার পরিণতি ভোগ করতে হবে। তারা ভেবেছিল, পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে, আমরা বীরের জাতি, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে প্রস্তুত।’ ভারত এই হামলার মাধ্যমে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে তিনি উল্লেখ করেন।

ভারতের হামলায় নিহত হয়েছে ৩১ জন: পাকিস্তান

গত মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ভারতের হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান।

গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত। পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেয়।

এ নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাত দুইটার পর পাকিস্তানের ছয় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, তারা ৯টি ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

তবে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ঐ রাতেই ভারতের তিনটি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ফোনালাপ

পাকিস্তান-ভারত হামলা-পাল্টা হামলার মধ্যেই আলোচনা হয়েছে দুই দেশের উপদেষ্টাদের মধ্যে। এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারতের উসকানিমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে।

পাকিস্তান-ভারত সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এই প্রথম যোগাযোগ হয়। তবে ফোনালাপে কোন কোন বিষয় আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।

পরস্পরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারত ও পাকিস্তানের

পাকিস্তান সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বলেছে, একাধিক স্থানে ইসরাইল-নির্মিত ২৫টি ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন পাকিস্তানের চার সেনাসদস্য।

এদিকে, ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে তারা।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।