ইরানকে 'উপদেশ' দেওয়ার নৈতিক অধিকার ফ্রান্সের নেই: আব্বাস আরাকচি
(last modified Mon, 26 May 2025 12:35:50 GMT )
মে ২৬, ২০২৫ ১৮:৩৫ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ফ্রান্সের হস্তক্ষেপমূলক নীতির সমালোচনা করে বলেছেন, "ইরানিদের উপদেশ দেওয়া বন্ধ করুন; এটা করার কোনো নৈতিক অধিকার আপনাদের নেই।"

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় ফ্রান্সের 'মানবাধিকার রক্ষা'র দাবিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, “ফ্রান্সের ‘মানবাধিকার রক্ষার’ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে বহু অভিযোগ ও বৈপরীত্য রয়েছে। যুদ্ধাপরাধী ইসরাইলের প্রতি এই দেশের সমর্থন তাদের দ্বিচারিতা স্পষ্ট করে।"

পাকিস্তানের প্রধানমন্ত্রী: ইরানের কূটনীতি প্রশংসনীয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তেহরান সফরে এসে ইরানের সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। তিনি ইরানের আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে 'প্রশংসনীয়' বলে অভিহিত করে বলেন, 'দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত এবং তাদের শক্তিশালী সম্পর্ক পুরো অঞ্চলের জন্য কল্যাণকর।'

গাজায় ৪০ হাজার ফিলিস্তিনি যোদ্ধা সক্রিয়: ইসরাইলি রিপোর্ট

ইসরাইলি সংবাদপত্র ওয়ালা'র প্রতিবেদন বলা হয়েছে, দখলদার সেনাবাহিনী ধারণা করছে যে, গাজায় প্রায় ৪০,০০০ ফিলিস্তিনি যোদ্ধা সক্রিয় রয়েছে। এছাড়া গাজাজুড়ে বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কের অস্তিত্বও স্বীকার করেছে তারা।

মাকরনের গালে স্ত্রীর চপেটাঘাত নিয়ে আলোচনা

ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো জানিয়েছে, ভিয়েতনাম সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরনের গালে একটি চপেটাঘাতের ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, তার স্ত্রী ব্রিজিটই এই থাপ্পড় মেরেছিলেন। পরবর্তীতে প্লেন থেকে নামার সময় মাকরনের হাত ধরে না নামার ঘটনাও আলোচনায় এসেছে।

দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে সস্ত্রীক ভিয়েতনামে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সেখানেই ঘটেছে এই ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুতিনকে 'পাগল' বললেন ট্রাম্প

ইউক্রেনে আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পুতিন পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে কিছু একটা ঘটেছে। তিনি একেবারে পাগল হয়ে গেছেন! তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন এবং আমি কেবল সৈন্যদের কথা বলছি না। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হচ্ছে।’

ইউরোপে মার্কিন শুল্ক স্থগিতাদেশ বাড়ল

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের উপর ৫০% শুল্ক স্থগিত রাখার পাশাপাশি বাণিজ্য আলোচনা ৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন। তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সাথে 'চমৎকার টেলিফোন আলাপ'-এর কথা উল্লেখ করেন।

ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধের জন্য ব্রিটেনে গণআন্দোলন

গাজায় ইসরাইলি অপরাধের তীব্রতার প্রেক্ষিতে PSC যুক্তরাজ্যে একটি গণআন্দোলন শুরু করেছে, যার লক্ষ্য সরকারকে ইসরাইলকে অস্ত্র রপ্তানি বন্ধে চাপ দেওয়া। এই উদ্যোগের আওতায় নাগরিকরা PSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের পোস্টকোড দিয়ে পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাতে পারবেন। এতে মানবাধিকার সংস্থার বিবৃতি এবং জনমতকে ভিত্তি করে সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএআর/২৬