৮০০ ব্রিটিশ ব্যক্তিত্বের ইসরাইল বয়কটের আহ্বান
(last modified Tue, 27 May 2025 11:23:09 GMT )
মে ২৭, ২০২৫ ১৭:২৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনের সমর্থনে ব্রিটিশ জনগণের মিছিল
    ফিলিস্তিনের সমর্থনে ব্রিটিশ জনগণের মিছিল

পার্সটুডে-সিএনএন-এর সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: ইরান কোনও অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িবাকায়ি সিএনএন-এর সাথে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ইরান কোনও অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না। পার্সটুডে আরও জানায়, বাকায়ি বলেছেন: যদি লক্ষ্য হয় ইরানের পারমাণবিক কর্মসূচির বেসামরিক প্রকৃতি নিশ্চিত করা, তাহলে তা অর্জন করা সম্ভব। আর যদি লক্ষ্য হয় শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ক্ষেত্রে ইরানকে তার আইনি অধিকার থেকে বঞ্চিত করা, তাহলে গুরুতর চ্যালেঞ্জ দেখা দেবে।

লেবানন | লেবানন সীমান্তে ইসরায়েলি বুলডোজার

লেবাননের জাতীয় সার্বভৌমত্ব সুস্পষ্টভাবে লঙ্ঘন করে, ইসরাইলি সেনাবাহিনী দেশটির দক্ষিণ সীমান্ত অতিক্রম করে সীমান্তবর্তী শহর 'মেইস আল-জাবাল' এর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। ইসরাইলি সামরিক বুলডোজারগুলোও 'সিয়াজ আত-তাকনি'র কাছে অবস্থান নিয়েছে এবং ওই এলাকায় প্রবেশের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে।

ইউরোপ | গাজা অপরাধের জন্য ইসরাইলকে বয়কটের আহ্বান জানিয়েছেন ৮০০ ব্রিটিশ ব্যক্তিত্ব

ব্রিটেনের ৮০০ জনেরও বেশি আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অবসরপ্রাপ্ত বিচারক গাজায় ইসরাইলি অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে একটি স্মারকলিপি পাঠিয়েছে। এই গোষ্ঠীটি স্টারমারকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

গাজা | গাজায় অব্যাহত বোমাবর্ষণ; ২৪ ঘন্টায় ৯০ জন ফিলিস্তিনি শহীদ

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রেখেই, ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো খান ইউনূস শহরের 'আল-কারারাহ' এলাকা এবং পূর্ব গাজার আল-শুজাইয়াতে বোমাবর্ষণ করেছে। গাজার উত্তর-পশ্চিমের আল-কারামা এলাকায় ইসরাইলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। সংবাদসূত্রগুলো জানিয়েছে গত ২৪ ঘন্টার মধ্যে গাজার বিভিন্ন এলাকায় ৯০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

দক্ষিণ আমেরিকা | ইসরাইলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে পেরু

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে একজন ইসরাইলি সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফৌজদারি তদন্ত শুরু করেছে পেরু। অভিযোগ তদন্তকারী সংস্থা ইন্ডিয়া রজব ফাউন্ডেশন (HRF)এই পদক্ষেপকে আন্তর্জাতিক ন্যায়বিচারের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে বর্ণনা করেছে।

আফ্রিকা | ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার ফাঁস

দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধান সিনজো ইমানো, সেদেশে শ্বেতাঙ্গ কৃষকদের হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার ফাঁস করে দিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকায় হত্যা ও অপরাধের পরিসংখ্যান উল্লেখ করে বলেছেন: এই বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ আফ্রিকায় জমি সংক্রান্ত মোট ৬টি খুনের ঘটনা ঘটেছে। এসব খুনের মধ্যে পাঁচটি ছিল কৃষ্ণাঙ্গ। আমরা সাধারণত হত্যাকাণ্ড এবং অপরাধের পরিসংখ্যান রিপোর্ট করার সময় জাতি উল্লেখ করি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যা দেখেছি তার কারণে, কৃষিজমি সম্পর্কিত হত্যাকাণ্ডের পরিসংখ্যান রিপোর্ট করার সময় ত্বকের রঙ উল্লেখ করা প্রয়োজন বলে মন্তব্য করেন সিনজো ইমানো।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।