সাইপ্রাসে জমি কিনছে ইসরাইলিরা; দ্বীপটি কি ফিলিস্তিনের ভাগ্যবরণ করতে যাচ্ছে?
https://parstoday.ir/bn/news/world-i150036
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদীবাদীরা সাইপ্রাস দ্বীপে জমি কেনা বাড়িয়ে দিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৫, ২০২৫ ১৫:০২ Asia/Dhaka
  • সাইপ্রাসে জমি কিনছে ইসরাইলিরা
    সাইপ্রাসে জমি কিনছে ইসরাইলিরা

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদীবাদীরা সাইপ্রাস দ্বীপে জমি কেনা বাড়িয়ে দিয়েছে।

দখলদার ইসরাইলের নাগরিকত্ব ধরে রাখার পাশাপাশি সেখানে তারা বাসস্থান গড়ে তুলতে চাইছে। 

পার্সটুডে জানাচ্ছে- সাইপ্রাসের প্রভাবশালী পত্রিকা পলিটিক এসব তথ্য জানিয়েছে। 

পত্রিকাটি আরও জানিয়েছে, গত কয়েকদিনে ১৫ হাজারেরও বেশি ইহুদিবাদী ইসরাইলি সাইপ্রাসে জমি কিনেছেন। তারা সেখানে তাদের জন্য একটি স্বাধীন শহর গড়ে তোলার পরিকল্পনা করছেন। ইসরাইলিরা এখন সাইপ্রাসকে তাদের জীবনযাপনের জন্য অনেক নিরাপদ স্থান হিসেবে মনে করছে।

ইরানের সাথে যুদ্ধ চলাকালে দখলদারর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছু সময় সাইপ্রাসে কাটিয়েছেন সেখানে তিনি অবকাশ যাপন করেছেন।

এ কারণে প্রশ্ন উঠেছে, সাইপ্রাস কি ফিলিস্তিনের ভাগ্যবরণ করতে যাচ্ছে?#

পার্সটুডে/এসে/২৫