নিউইয়র্কের মেয়র পদে ফিলিস্তিনপন্থীর সাফল্য; ইসরাইল কাগুজে বাঘ: মার্কিন মিডিয়া
https://parstoday.ir/bn/news/world-i150092-নিউইয়র্কের_মেয়র_পদে_ফিলিস্তিনপন্থীর_সাফল্য_ইসরাইল_কাগুজে_বাঘ_মার্কিন_মিডিয়া
পার্সটুডে- আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত হতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী মুসলিম প্রার্থী জোহরান মামদানি। সব হিসাব-নিকাশেই তিনি এগিয়ে রয়েছেন, রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৭, ২০২৫ ১৬:৩০ Asia/Dhaka
  • জোহরান মামদানি
    জোহরান মামদানি

পার্সটুডে- আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত হতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী মুসলিম প্রার্থী জোহরান মামদানি। সব হিসাব-নিকাশেই তিনি এগিয়ে রয়েছেন, রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

এই সাফল্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রক্ষণশীল শিবিরে ক্ষোভ ও উদ্বেগের ঢেউ তুলেছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক পিটার ফিল্ড আমেরিকার ওয়েবসাইট ম্যান্ডভিসে একটি নিবন্ধে লিখেছেন, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মুসলিম রাজনীতিবিদ জোহরান মামদানি সাফল্য পেয়েছেন। মামদানি প্রমাণ করেছেন, ইসরাইল একটি কাগুজে বাঘ।

ফিল্ড আরো লিখেছেন, ফিলিস্তিনকে সমর্থনকারী এবং গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগকারী মামদানির সাফল্য প্রমাণ করেছে ইহুদিবাদ গণতান্ত্রিক রাজনীতিতে একটি কাগুজে বাঘ।

তিনি আরও বলেন, মামদানি সম্প্রতি প্রমাণ করেছেন, ডেমোক্র্যাটিক পার্টিতে ইহুদিবাদ এখন মৃত।

এই প্রসঙ্গে লেখক আব্দুল জাওয়াদ ওমর এই ওয়েবসাইটে একটি নিবন্ধে লিখেছেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে অ্যান্ড্রু কুওমোর মতো প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে মামদানির জয় কেবল একটি নির্বাচনী ঘটনা নয় বরং মার্কিন রাজনীতিতে ফিলিস্তিনের জন্য একটি ঐতিহাসিক মোড়। এই জয় আমেরিকায় ইসরাইলের ভূমিকার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ এবং ইহুদিবাদের পতনের ধারার প্রতিফলন।

লেখক এই পরিস্থিতিকে আমেরিকায় রাজনৈতিক দিগন্তের পরিবর্তন হিসেবে দেখেন, কারণ ফিলিস্তিন এখন আর রাজনীতিতে‌ নিষিদ্ধ বিষয় নয়।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।