মুসলিম দেশগুলিকে ভাগ করার ইসরাইলি ষড়যন্ত্রের বিষয়ে ইরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i150818
পার্স টুডে - ইরানের জাতীয় সংসদ মজলিশে শুরায়ে ইসলামী স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে মুসলিম দেশগুলোকে বিভক্ত করার ষড়য়ন্ত্র সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন।
(last modified 2025-08-02T10:06:22+00:00 )
জুলাই ৩১, ২০২৫ ১৫:৩২ Asia/Dhaka
  • মার্কিন সিনেটে বার্নি স্যান্ডার্সের একটি ছবি; তিনি ভার্মন্টের একজন স্বতন্ত্র সিনেটর এবং ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় সমালোচক।
    মার্কিন সিনেটে বার্নি স্যান্ডার্সের একটি ছবি; তিনি ভার্মন্টের একজন স্বতন্ত্র সিনেটর এবং ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় সমালোচক।

পার্স টুডে - ইরানের জাতীয় সংসদ মজলিশে শুরায়ে ইসলামী স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে মুসলিম দেশগুলোকে বিভক্ত করার ষড়য়ন্ত্র সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের মজলিশে শুরায়ে ইসলামীর স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ষষ্ঠ বিশ্ব সংসদ স্পিকার সম্মেলনের ফাঁকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সাথে দেখা ও আলোচনা। 

এই বৈঠকে তিনি জোর দিয়ে বলেন যে ইহুদিবাদী ইসরায়েল মুসলিম দেশগুলির বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রাখবে, তিনি আরও বলেন: "তারা মুসলিম দেশগুলিকে বিভক্ত করতে চায়, তাই আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে জোরালোভাবে রুখে দাঁড়াতে হবে।"

মুসলিম দেশগুলির মধ্যে সংহতি ও সহযোগিতা গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দিয়ে কলিবাফ বলেন: "এই দেশগুলিকে গাজা এবং ফিলিস্তিনে বিদ্যমান পরিস্থিতির তীব্রতা রোধ করতে হবে, অন্যথায় সিরিয়ায় যা ঘটছে তা অন্যান্য দেশেও বাস্তবায়িত হবে।"

তিনি আরও বলেন: "ইরানের ধ্বংসাত্মক জবাব প্রমাণ করেছে যে ইহুদিবাদীরা দুর্বল এবং ধ্বংসযোগ্য, আর ইরানের এই পদক্ষেপ ইসলামী উম্মাহকে এক নতুন চেতনা দিয়েছে এবং ভবিষ্যতে সম্পর্কে তাদের মধ্যে আশা জাগিয়েছে।"

মার্কিন সিনেটে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিল প্রত্যাখ্যান 

বৃহস্পতিবার, মার্কিন সিনেট ইসরায়েলের কাছে ৬৭৫ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রি বন্ধ করার পরিকল্পনার বিরুদ্ধে দুটি ভোটাভুটিতে এই পরিকল্পনার বিরোধিতা করেছে ব্যাপক হারে নেতিবাচক ভোট দিয়ে। ভার্মন্ট অঙ্গরাজ্যের স্বতন্ত্র সিনেটর ও ইসরায়েলের একজন শীর্ষ সমালোচক হিসেবে খ্যাত বার্নি স্যান্ডার্স সিনেটে এই প্রস্তাবগুলি উপস্থাপনের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন। 

ট্রাম্প: ব্রিকস আমাদের শত্রু

বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে ব্রিকস আমাদের শত্রু। ব্রিকসে ভারতের সদস্যপদ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন: "তারা ব্রিকসে রয়েছে, যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলির একটি জোট। ভারতও এসবের অন্যতম। বিশ্বাস করুন আর না করুন মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচিত ওই দেশগুলোই এই জোটের সদস্য। এটি ডলারের উপর আক্রমণ এবং আমরা কাউকে ডলারের উপর আক্রমণ করতে দেব না।" তিনি ব্রিকস জোটের সদস্য হওয়ার কারণে ভারতীয় পণ্যের ওপর ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দেন। 

বেলজিয়াম দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাচ্ছে

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠিয়েছে বেলজিয়াম। এই দুই সেনা চলতি মাসে (জুলাই) অ্যান্টওয়ার্প শহরে একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে বেলজিয়াম ভ্রমণ করেছিলেন। কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী এই ব্যক্তিদের চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই পদক্ষেপের পর বেলজিয়ামের প্রসিকিউটররা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিদের ছেড়ে দেয়া হয়ে। তাদের বর্তমান অবস্থান প্রকাশ করা হয়নি।

সাইবার হামলার শিকার ফরাসি সামরিক সংস্থা

বুধবার এক বিবৃতিতে ফ্রান্সের একটি শীর্ষস্থানীয় সামরিক কোম্পানি জানিয়েছে যে তারা সাইবার হামলার শিকার  হয়েছে। ফরাসি কোম্পানি নেভাল গ্রুপ জানিয়েছে যে হামলাগুলো গোপন তথ্য চুরি করার লক্ষ্যে করা হয়েছিল বলে মনে হচ্ছে, যার পরিমাণ এক টেরাবাইট। কোম্পানিটি এই তথ্য এমন সময় দিয়েছে যখন একজন হ্যাকার এই কোম্পানির এক টেরাবাইটেরও বেশি তথ্য হাতিয়ে নেয়ার ও সেসবের কিছু অংশ ডার্ক বা অন্ধকার ওয়েবে প্রকাশ করেছে।#

পার্স টুডে/এমএএইচ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।