ইয়েমেনি জনগণের প্রতিরোধের প্রশংসায় হামাস
সানায় ইহুদিবাদী ইসরাইলের হামলা মানবতাবিরোধী অপরাধ: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র \\\"ইসমাইল বাকায়ি
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের রাজধানী সানায় ইহুদিবাদী সরকারের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওই হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির মধ্যে ইয়েমেনের অবকাঠামোসহ বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র "ইসমাইল বাকায়ি" রোববার সন্ধ্যায় ইয়েমেনের রাজধানী সানায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিকের শহীদ হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে ইয়েমেনের অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোর ওপর দখলদার শক্তির বারবার আক্রমণকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ বলে বর্ণনা করেছেন। সেইসাথে এ ধরনের আক্রমণকে এ অঞ্চলের দেশগুলোর উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ইহুদিবাদী সরকারের শত্রুতার স্পষ্ট লক্ষণ বলে মন্তব্য করেছেন। পার্সটুডে আরও জানায়, বাকায়ি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনি জনগণের সংহতি ও সমর্থনের প্রশংসা করে, ওই উপত্যকায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আরোপিত দুর্ভিক্ষ ও গণহত্যা বন্ধ করা এবং গাজার জনগণকে সাহায্য করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার দায়িত্বের কথা সকল ইসলামী দেশকে স্মরণ করিয়ে দেন।
ইয়েমেনের ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: হামাস
ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) ঘোষণা করেছে: ইয়েমেনের বিরুদ্ধে দখলদারদের আগ্রাসন একটি ফ্যাসিবাদী পদক্ষেপ। ওই আগ্রাসনের লক্ষ্য হলো ইয়েমেনিদেরকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে সমর্থন করার ব্যাপারে নিরুৎসাহিত করা। হামাস আরও বলেছে: "আমরা আমাদের ভাই "আনসারুল্লাহ"র বিশেষ করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের সাহসী অবস্থানের প্রশংসা করি। আমরা আরব ও ইসলামী দেশ এবং সমস্ত স্বাধীন শক্তিকে এই ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে যোগদানের আহ্বান জানাই।"
গাজার সমর্থনে আমাদের সামরিক অভিযান কখনোই বন্ধ হবে না: আনসারুল্লাহর সিনিয়র কর্মকর্তা
ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের তথ্য সংস্থার উপ-প্রধান নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে সেদেশের জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনকে দখলকৃত অঞ্চলগুলোতে ইয়েমেনিদের কার্যকর হামলার ফল হিসেবে উল্লেখ করে জোর দিয়ে বলেন: গাজার সমর্থনে ইয়েমেনি বাহিনীর সামরিক অভিযান কখনোই বন্ধ হবে না। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা (সাবা) প্রধান বলেছেন: ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি আগ্রাসনের একটি বড় অংশকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে এবং শত্রুর যুদ্ধবিমানগুলোকে ইয়েমেনের আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য করেছে। তিনি আরও বলেন: বেসামরিক জ্বালানির মজুদ লক্ষ্য করে চালানো হামলা ইয়েমেনি সামরিক অভিযানের ওপর কোনও প্রভাব ফেলবে না।
ইসরাইলি যুদ্ধবিমানগুলো ইয়েমেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়েছে: ইহুদিবাদী টিভি চ্যানেল
ইসরাইলি টিভি চ্যানেল ১৫ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রোববার সন্ধ্যায় ১৪টিরও বেশি ইসরাইলি যুদ্ধবিমান ইয়েমেনি লক্ষ্যবস্তু লক্ষ্য করে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়েছে। ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা ৪ জনে উন্নীত হয়েছে বলে ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে: "রোববার সন্ধ্যায় সানায় ইহুদিবাদী আগ্রাসনে শহীদের সংখ্যা ৪জনে এবং আহতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে। আল-মায়াদিন নেটওয়ার্ক এর আগে একটি ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনের বেসামরিক সম্পদ লক্ষ্য করে আক্রমণ করা নিরর্থক ছিল। কেননা গাজাকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জনগণকে তাদের ভূমিকা পালন করা থেকে বিরত রাখতে পারে নি।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।