কিয়েভ: মস্কো ন্যাটোর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে
রাশিয়া: ইউক্রেন ইচ্ছাকৃতভাবে শিশু ও বাবা-মাকে লক্ষ্যবস্তু করেছে
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
পার্সটুডে - জার্মানি ইউক্রেনকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য আলোচনার ঘোষণা দিয়েছে।
জার্মান চ্যান্সেলরের মুখপাত্র ঘোষণা করেছেন যে ইউক্রেনকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য আলোচনা চলছে। IRNA-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জার্মান চ্যান্সেলরের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেছেন যে ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থনের মূল কেন্দ্রবিন্দু হল বিমান প্রতিরক্ষা এবং ইউক্রেনকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য আলোচনা চলছে।
কর্নেলিয়াস উল্লেখ করেছেন যে বার্লিন অতীতে ইউক্রেনে অনেক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে, তিনি বলেন: "এই ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে জার্মান-নির্মিত সিস্টেম যেমন IRIS-T SLM বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা আমেরিকান প্যাট্রিয়ট সিস্টেমের মতো বিদেশী সিস্টেম।"
ইউক্রেনের দাবি, রাশিয়া ন্যাটোর সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে
ইউক্রেনের একজন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন যে রাশিয়া ২০৩০ সালের মধ্যে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সাথে যুদ্ধের জন্য তার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা এই বছর রাশিয়ার অস্ত্র উৎপাদনের পরিসংখ্যান সরবরাহ করেছে। ইউক্রেনীয় সংস্থার মতে, মস্কোর মূল লক্ষ্য থাকবে আরও ক্ষেপণাস্ত্র উন্নয়নের উপর। ইউক্রেন আরও ঘোষণা করেছে যে রাশিয়ায় আরও কয়েক ডজন নতুন যুদ্ধবিমান এবং শত শত ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে।
রাশিয়া: ইউক্রেন ইচ্ছাকৃতভাবে শিশু এবং বাবা-মায়েদের লক্ষ্যবস্তু করেছে
রোববার দোনেৎস্কের গালিভার পার্কে একটি শিশুদের খেলার মাঠে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। অনেক বেসামরিক লোকের উপস্থিতিতে এই হামলায় এক শিশুসহ ছয়জন আহত হয়। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ঘোষণা করেছেন যে, দোনেৎস্কের গালিভার পার্কের একটি খেলার মাঠে আক্রমণ করে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে শিশু এবং তাদের বাবা-মাকে লক্ষ্যবস্তু করেছে, তাই রাশিয়া এই সন্ত্রাসী হামলার জবাব দেওয়ার অধিকার রাখে।জাখারোভা আরও বলেন: "এই আক্রমণের মাধ্যমে, ইউক্রেন দেখিয়েছে যে তারা শান্তিপূর্ণ মীমাংসা প্রক্রিয়া ব্যাহত করতে এবং উত্তেজনা বাড়াতে চায়।"
ইউক্রেনে রুশ হামলা অব্যাহত
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে যে রাশিয়া কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার দেশটির রাজধানীতে ইউক্রেনীয় মন্ত্রিসভা ভবনে রাশিয়ার হামলার পর ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং মস্কোর অব্যাহত আক্রমণের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
ট্রাম্পের দূত: রাশিয়ার আক্রমণ ইউক্রেন যুদ্ধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে
এদিকে, ইউক্রেনের জন্য নিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কিথ ক্লুগ কিয়েভে ইউক্রেনীয় মন্ত্রিসভা ভবনে সাম্প্রতিক রুশ হামলার কথা উল্লেখ করে এটিকে যুদ্ধের একটি বিপজ্জনক তীব্রতা বলে বর্ণনা করেছেন। ক্লাগ এক বিবৃতিতে বলেছেন "যেকোনো যুদ্ধের বিপদ হলো এর তীব্রতা বৃদ্ধি। কিয়েভে ইউক্রেনীয় মন্ত্রীসভার ভবনে হামলা চালিয়ে ও এ যাবতকালে সবচেয়ে বড় হামলার মাধ্যমে রাশিয়া উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে মনে হচ্ছে।"
পার্স টুডে/এমএএইচ/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।