আফগানিস্তানের কাছ থেকে যুদ্ধবিরতির অনুরোধ পেল পাকিস্তান: পাক সেনাদের দাবি
-
আফগানিস্তানের কাছ থেকে যুদ্ধবিরতির অনুরোধ পেয়েছে পাকিস্তান
পার্সটুডে-পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে আফগানিস্তানের কাছ থেকে যুদ্ধবিরতির অনুরোধ পেয়েছে তারা। চামান-স্পিনবোলদাক সীমান্তে আফগান সেনারা গুলি বর্ষণ করেছিল।
ওই গুলিবর্ষণের জবাব দেওয়ার পর আফগান তালেবান সরকারি বাহিনীর কাছ থেকে যুদ্ধবিরতির অনুরোধ পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর কমান্ড ঘোষণা করেছে: বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্তে (আফগানিস্তানের দিকে স্পিন-বোলদাক) আফগানদের হামলার জবাবে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, পাকিস্তানি সীমান্ত বাহিনী আফগান তালেবান সরকারের অবস্থান এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের উপাদানগুলোকে লক্ষ্য করেছে এবং তাদের স্থাপনাগুলোকে নিষ্ক্রিয় করেছে। বেশ কয়েকটি আফগান ট্যাঙ্কও ধ্বংস করা হয়েছে। গতরাতে এবং বুধবার সকালে পাকিস্তানি সীমান্তরক্ষী এবং আফগান তালেবানদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। প্রতিটি পক্ষই আগুন লাগানোর জন্য একে অপরকে দোষারোপ করছে।৳
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।