'অর্থনৈতিক চাপও উৎরে উঠবে ইরানি জাতি'; পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা স্থগিত
-
লারিজানি
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ড. আলী লারিজানি বলেছেন, পশ্চিমা চাপের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ অব্যাহত রাখতে হবে।তিনি আরও বলেছেন, পাশ্চাত্যের ধারণা অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে দুর্বল করা যাবে, কিন্তু ইরানি জাতি ঈমানি শক্তি ও দৃঢ়তার সঙ্গে এই পর্যায়টিও অতিক্রম করবে।
পার্সটুডে জানিয়েছে, “স্ন্যাপব্যাক” ইস্যুতে আলোচনাকে ফলপ্রসূ করার জন্য সব চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাশ্চাত্য শর্ত দিয়েছিল ইরানকে তার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটারের নিচে নামাতে হবে। অর্থাৎ তারা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্র কেড়ে নিতে চেয়েছিল, যা দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি বলেন, “যদি আমরা জাতীয় প্রতিরোধ চালিয়ে যেতে চাই, তবে এমন চাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা না করাটা দ্বিচারিতা: ইইউ সদস্য
ইউরোপীয় পার্লামেন্টের বেলজিয়ান সদস্য মার্ক বুতাঙ্গা এই সংসদের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি সহকর্মীদের উদ্দেশে প্রশ্ন তোলেন: “আমরা কেন মেনে নেব যে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকবে? এটা একেবারেই অগ্রহণযোগ্য। আপনারা ইরানকে প্রধান হুমকি বলেন, অথচ দেখুন লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন এবং সম্প্রতি কাতারে পর্যন্ত বোমা বর্ষণ করেছে ইসরায়েল।”
তিনি আরও বলেন, “আমেরিকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, ইরান নয়? আপনারা কেন তাদের আমেরিকার নিন্দা করছেন না।”
বুতাঙ্গা আরও বলেন, “আমি জানতে চাই, কেন আমরা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন ও ইসরায়েলি হামলাগুলোর নিন্দা করি না, যেগুলোতে বহু ইরানি নাগরিক নিহত হয়েছে?”
নেতানিয়াহুর নির্দেশ: পশ্চিম তীর দখল পরিকল্পনা স্থগিত
আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলের ব্যাপক নিন্দা ও চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীর ও “মা’আলিয়া আদুমিম” বসতি সংযুক্তির পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
কলম্বিয়া: ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতার কঠোর সমালোচনা করে বলেছেন, ক্যারিবীয় সাগর ও ভেনেজুয়েলার উপকূলে এই অভিযানগুলো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
পুতিনের প্রতিক্রিয়া: রাশিয়া চাপের মুখে সিদ্ধান্ত নেবে না
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের নতুন নিষেধাজ্ঞার জবাবে বলেছেন, “রাশিয়া কোনো চাপের মুখে সিদ্ধান্ত নেবে না।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ককে শক্তিশালী করবে নাবরং সেই সম্পর্কের উন্নয়নের সাম্প্রতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।”#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।