ইরানি ছাত্র রোবোটিক্স দলের এশিয়ান চ্যাম্পিয়ন শিরোপা লাভ
গাজা বিশ্বের প্রতিরোধের রাজধানী: কলম্বিয়ার প্রেসিডেন্ট
-
ইরানি ছাত্র রোবোটিক্স দল এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে
পার্সটুডে-থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ইরানি ছাত্র রোবোটিক্স দল এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে।
ইরানের অনূর্ধ্ব-১৭ ছাত্র রোবোটিক্স দল থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান গেমসে চমকপ্রদ পারফর্মেন্সের মাধ্যমে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে। তারা চীন ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে।
পার্সটুডে জানিয়েছে, ইরানি রোবোটিক্স দল একটি স্বর্ণপদক, নেভিগেশন লীগে দুটি ব্রোঞ্জপদক এবং সৃজনশীলতা লীগে চারটি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জপদক জিতে সামগ্রিকভাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছে। ইরানি দল এর আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপেও জয়লাভ করেছিল।
বাগদাদের প্রতি মার্কিন সতর্কতা জারি: এই অঞ্চলে আসন্ন সামরিক অভিযান শুরু
ইরাকি প্রতিরক্ষামন্ত্রী থাবিত আব্বাসি মার্কিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথে'র সঙ্গে ফোনালাপ বিষয়ে বলেছেন, পিট হেগসেথ জানিয়েছেন, এই অঞ্চলে একটি আসন্ন সামরিক অভিযান শুরু হতে যাচ্ছে এবং ইরাকিদের প্রতি এটি আমাদের শেষ সতর্কীকরণ বার্তা।
গাজা এবং পশ্চিম তীরে একযোগে ইসরায়েলি অভিযান
রোববার রাতে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস অভিযান চালিয়েছে। ঐ অভিযানে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
হোয়াইট হাউস চীনের সাথে চুক্তিকে একটি মহান বিজয় বলে অভিহিত করেছে
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, চীনের সাথে শুল্ক চুক্তি- আমেরিকার অর্থনৈতিক শক্তি এবং জাতীয় নিরাপত্তা রক্ষা এবং একটি মহান বিজয়। দক্ষিণ কোরিয়ার বুসানে দুই দেশের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সময় চুক্তিটি চূড়ান্ত করা হয়েছিল এবং এতে মার্কিন শুল্ক হ্রাস এবং ফেন্টানাইল চোরাচালান, বিরল মাটি রপ্তানি এবং কৃষি বাণিজ্যের উপর চীনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।
দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত: ফিলিস্তিনি প্রতিরোধ
বালফোর ঘোষণার ১০৮তম বার্ষিকীতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বালফোর ঐতিহাসিক ঘোষণাটিকে ফিলিস্তিনি জনগণ এবং ভূমির বিরুদ্ধে নিপীড়ন ও অপরাধের শৃঙ্খলের সূচনা বলে অভিহিত করেছে। এই বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ে সশস্ত্র প্রতিরক্ষাসহ সকল উপায়ে প্রতিরোধ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে এবং ঘোষণা করেছে, দখলদার ইসরায়েলিগোষ্ঠী ফিলিস্তিনি ভূমি থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত এই পথ অব্যাহত থাকবে।
সুদানে অব্যাহত সংকট
সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে বলেছে, এল ফাশার শহরের(আল-ফাশার) নিয়ন্ত্রণ নেওয়ার পর র্যাপিড সাপোর্ট ফোর্সেস শহরের ভেতরে হাজার হাজার বেসামরিক লোককে আটক করেছে এবং তাদের অন্য এলাকায় যেতে বাধা দিয়েছে। সুদানীজ ডক্টরস নেটওয়ার্ক, বেসামরিক নাগরিকদের মুক্তি, বেসামরিক নাগরিকদের নিরাপদ প্রস্থানের পথ করে দেওয়া এবং এল ফাশারে সাম্প্রতিক সহিংসতার শিকার ব্যক্তিদের মৃতদেহ দাফনের জন্য সংস্থাগুলিকে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
ফরাসি রাজনৈতিক অস্থিরতা উগ্র ডানপন্থী দলকে উৎসাহিত করছে
রোববার এলবে জরিপের ফলাফল প্রকাশ করেছে বিএফএম টিভি এবং লা ট্রিবিউন ডিমঞ্চে। সেই ফলাফলে বলা হয়েছে, আজ যদি ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে উগ্র ডানপন্থীরা ৩৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারে। এটি হবে এপ্রিলের তুলনায় চার পয়েন্ট বৃদ্ধি।
সন্ত্রাসী হামলার জন্য দায়মুক্তি ইউক্রেনকে উৎসাহিত করবে: মস্কো
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জন্য দায়মুক্তি কিয়েভকে নতুন রক্তাক্ত অপরাধ করতে বাধ্য করছে। তিনি আরও বলেন, সাংবাদিক হত্যার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির নীরবতা তাদের রাজনৈতিক পক্ষপাত প্রদর্শন করে। আমরা আশা করি ইউনেস্কোর নয়া সভাপতিত্ব সাংবাদিকদের সুরক্ষা সংক্রান্ত পরিস্থিতির উন্নতি করবে।
গাজা বিশ্ব প্রতিরোধের রাজধানী: কলম্বিয়ার প্রেসিডেন্ট
রোববার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, আমি গাজার জনগণকে তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সিমন বলিভারের মহান যোদ্ধা পদক প্রদান করতে চাই। পেট্রো আরও বলেন, ইসরায়েল খ্রিস্টান বা আরব সকলের উপর অত্যাচার করে। আমি গণহত্যাকে সমর্থনকারী দেশগুলোকে তাদের পাপের ক্ষতিপূরণ ও প্রায়শ্চিত্য করতে এবং গাজা উপত্যকার পুনর্গঠনে অংশগ্রহণের আহ্বান জানাই। গাজা বিশ্ব প্রতিরোধের রাজধানী।#
পার্সটুডে/জিএআর/৩